বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > TMC ‘attacks’ RG Kar Protest Rally: ‘জাস্টিসের’ মিছিলে ‘মহিলাদের গায়ে হাত’ তৃণমূলের, নেতা বললেন ‘হাতটা খুব ফুলেছে’

TMC ‘attacks’ RG Kar Protest Rally: ‘জাস্টিসের’ মিছিলে ‘মহিলাদের গায়ে হাত’ তৃণমূলের, নেতা বললেন ‘হাতটা খুব ফুলেছে’

নৈহাটিতে একজনকে মারছেন অপর একজন।

আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের (স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষের পড়ুয়া) ধর্ষণ এবং খুনের ঘটনার বিচার চেয়ে নৈহাটিতে মিছিল করেন বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা। সেই মিছিলেই হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

'জাস্টিস' চাওয়ার মিছিলে প্রতিবাদীদের উপরে হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের (স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষের পড়ুয়া) ধর্ষণ এবং খুনের ঘটনায় বিচার চেয়ে রবিবার নৈহাটিতে বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা যখন মিছিল বের করেছিলেন, তখন হামলা চালানো হয়। মহিলাদের মারধর করারও অভিযোগ তুলেছেন প্রতিবাদীরা। যদিও পালটা তৃণমূল নেতার দাবি, আরজি করের তরুণী চিকিৎসকের জন্য 'জাস্টিস' চেয়ে তাঁরা মিছিল করছিলেন। সেইসময় ধাক্কাধাক্কি করা হয়। মুচকে দেওয়া হয় তাঁর হাত। আর পুরো ঘটনার পিছনে সিপিআইএমের হাত আছে বলে অভিযোগ করেছেন ওই তৃণমূল নেতা।

স্কুলের প্রাক্তনীরা কী অভিযোগ করছেন?

একটি স্কুলের প্রাক্তনী এবং শিক্ষক শম্পা বন্দ্যোপাধ্যায় বারুই দাবি করেন, নৈহাটির বিভিন্ন স্কুলের প্রাক্তনীদের মিছিলে অনেক মানুষ ঢুকে যান। কিছুটা পথ যাওয়ার পরেই ঝামেলা-অশান্তি শুরু করেন। গায়ে হাত তোলেন। ছিঁড়ে দেওয়া হয় মাইক্রোফোনের তার। আর সেইসময়  পুলিশকে খুঁজে পাওয়া যায়নি। পুলিশের তৎপরতা থাকলে এরকম কোনও সমস্যা হত না বলে দাবি করেছেন তিনি।

‘আমরা তো একই জাস্টিসের দাবিতে লড়াই করছি'

ওই তৃণমূল নেতা দাবি করেছেন, তাঁরাও প্রাক্তনী। আর তাঁরাও ‘জাস্টিসের’ দাবিতে মিছিল করছিলেন। কিন্তু তাঁদের টোটো দখল করে নেওয়া হয়। মহিলাদের ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। তৃণমূল নেতার দাবি, তাঁর হাত মুচড়ে দেওয়া হয়। এমনই পরিস্থিতি হয়েছে যে এক্স-রে করাতে হবে বলেও জানিয়েছেন ওই তৃণমূল নেতা। 

আরও পড়ুন: WB Medical College Exam Question Row: 'মুখ-ঠোঁটে কী ক্রিম মাখিস?' ছাত্রীকে 'প্রশ্ন' বাংলার মেডিক্যাল কলেজের 'পরীক্ষায়'

তাঁর কথায়, ‘আমরা তো একই জাস্টিসের দাবিতে লড়াই করছি। ১৩ অগস্ট থেকে সিবিআই আছে। আজ আট তারিখ হয়ে গেল।’ সেইসঙ্গে তিনি দাবি করেন, আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের (স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষের পড়ুয়া) ধর্ষণ এবং খুনের ঘটনার দোষী বা দোষীদের ফাঁসি চাইছেন তিনি।

আরও পড়ুন: Kolkata Lady Doctor Mother Crying: ‘অত্যাচারের সময় আমার মেয়েটা যখন মা-মা করে কাঁদছিল, সেই কান্নাটা রোজ কানে বাজে…’

CPIM-র দিকে অভিযোগ

তৃণমূল নেতা অভিযোগ করেন, যিনি আগে পরিবহণমন্ত্রী ছিলেন, তাঁর মেয়ে, জামাই এবং সিপিআইএমের আঞ্চলিক কমিটির সম্পাদকের নেতৃত্বে তাঁদের টোটো দখল করে নেওয়া হয়। তাঁর কথায়, ‘আমি হাতটা বের করেছিলাম। আমি জানি না, টোটোর মধ্যে এমনভাবে হাতটা মুচকে দেওয়া হল যে খুব বাজেভাবে ফুলে গিয়েছে। ক্রেপ ব্যান্ডেজ বেঁধেছি। গিয়ে এক্স-রে করাব।’

আরও পড়ুন: Jawhar Sircar criticises Mamata Banerjee: 'শুধু অভয়ার জন্য নয়, এই প্রতিবাদ হচ্ছে মমতাদের বিরুদ্ধে, ভুল না শোধরালে…'

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

ধর্মার সব ছবির প্রি-রিলিজ স্ক্রিনিং বন্ধ করল করণ, জিগরা মুক্তির আগেই সিদ্ধান্ত LGBTQ+ প্রাইড প্যারেডস আর স্পনসর করবে না টয়োটা! কেন? জয়নগরকাণ্ডে কি সত্যি যৌন হেনস্থা হয়েছিল নাবালিকার? সামনে ময়নাতদন্তের রিপোর্ট Unknown Facts: এই মাছের ঠোঁট তোতাপাখির মতো, মানুষের চেয়ে এর দাঁতও শক্তপোক্ত বিশ্বকাপের পরেই তিন ম্যাচের WODI সিরিজ খেলতে ভারতে আসছে নিউজিল্যান্ড, দেখুন সূচি ২০৩১ সালের মধ্যে বার্ষিক ৩০ লক্ষ টাকার বেশি আয় করবে ১১.৩ কোটি পরিবার! লাড্ডুর উপর নেচে বেড়াচ্ছে ইঁদুর, চলছে মিষ্টিভোজ! ভাইরাল মিষ্টি দোকানের ভিডিয়ো ‘ঝড় বইছে, সুনামিও আসবে…’,পঞ্চমীর দিন আবহাওয়ার একী আপডেট দিলেন সৃজিত মুখোপাধ্যায় বিরাটকে নকল শিবম দুবের, ‘খুব খারাপ’ মুখের উপর শুনিয়ে দিলেন রোহিত ডাক্তারদের হুমকি দিয়ে ‘বিখ্যাত’ হয়েছিলেন, তাঁর বিরুদ্ধেই দায়ের প্রতারণার অভিযোগ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.