বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ‘‌মিটিংয়ে গেলে মদ্যপান বিনামূল্যে’‌, আইএসএফের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ভাঙড়ে

‘‌মিটিংয়ে গেলে মদ্যপান বিনামূল্যে’‌, আইএসএফের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ভাঙড়ে

সরগরম ভাঙড়।

এই মিটিংয়ে যাওয়ার সময় রাস্তায় অকথ্য ভাষায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের গালিগালাজ করে তারা। তাতেই উত্তেজিত হয়ে পথ আটকায় কর্মীরা। আর এলাকার সাধারণ মানুষ সরব হয়ে প্রতিবাদ করেন। রবিবার যেখানে আইএসএফ সভা করেছে সোমবার সেখানে শওকত মোল্লার নেতৃত্বে সভা করবে তৃণমূল কংগ্রেস বলে জানানো হয়েছে।

এবার মদ্যপানের প্রলোভন দেখিয়ে মিটিংয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল নওশাদ সিদ্দিকীর দল আইএসএফের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী। পাল্টা আইএসএফের অভিযোগ করেছে, মিটিংয়ে আসার পথে বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। রাতভর মোটরবাইক নিয়ে মিছিল এবং বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে তৃণমূল কংগ্রেস বলে অভিযোগ আইএসএফের। অভিযোগ পাল্টা অভিযোগে এখন সরগরম ভাঙড়। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে আইএসএফের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় জোর চর্চা শুরু হয়েছে।

এদিকে রবিবার বিকেলে ভাঙড়ের ঘটকপুকুরে রাজনৈতিক সভা ছিল আইএসএফের। সেখানে লোক জোগাড় করতে মদ্যপান বিনামূল্যে বলে মানুষজনকে জানানো হয় বলে অভিযোগ উঠেছে। পাল্টা আইএসএফ অভিযোগ তুলেছে, তাদের সভাতে আসার পথে রানিগাছি এলাকায় তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা আইএসএফের কর্মীদের বাধা দেয়। তার জেরে পরিস্থিতি উত্তপ্ত হলে ভাঙড় থানার পুলিশ অফিসাররারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শান্ত করা হয় দু’‌পক্ষকে। কিন্তু এরপরও মিটিংয়ে যোগ দিলে বিনামূল্যে মদ্যপান করার প্রলোভন দেখানোর বিরুদ্ধে সোচ্চার হয় তৃণমূল কংগ্রেস।

ঠিক কী অভিযোগ তৃণমূল কংগ্রেসের? আইএসএফ মিটিংয়ে লোক জোগাড় করতে অনৈতিক পথ ধরছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের।‌ তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নতুন প্রজন্মের ছেলেদেরকে মদের প্রলোভন দেখানো হয়েছে। বিনামূল্যে মদ্যপান করার প্রলোভন দেখিয়ে জোর করে মিটিংয়ে নিয়ে যায় আইএসএফ। এই মিটিংয়ে যাওয়ার সময় রাস্তায় অকথ্য ভাষায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের গালিগালাজ করে তারা। তাতেই উত্তেজিত হয়ে পথ আটকায় কর্মীরা। আর এলাকার সাধারণ মানুষ সরব হয়ে প্রতিবাদ করেন। তাতে পরিবেশ তপ্ত হয়ে উঠেছিল। রবিবার যেখানে আইএসএফ সভা করেছে সোমবার সেখানে শওকত মোল্লার নেতৃত্বে সভা করবে তৃণমূল কংগ্রেস বলে জানানো হয়েছে।

আর কী জানা যাচ্ছে?‌ এই মিটিংয়ে গেলে বিনামূল্যে মদ্যপানের প্রস্তাব নিয়ে আজ, সোমবারও জোর চর্চা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস নেতা সাদ্দাম ঘরামি বলেন, ‘‌যারা মিটিংয়ে যাচ্ছিল, সব নতুন প্রজন্মের ছেলে। তাদেরকে মদ দেবে বলে লোভ দেখিয়ে মিটিংয়ে নিয়ে যাচ্ছিল। এটা অত্যন্ত লজ্জার।’‌ যাকে মদ্যপানের প্রলোভন দেখানো হয়েছিল তার নাম বাহারুল মেয়েদা। তাঁর বক্তব্য, ‘‌আমি আইএসএফ করি না। আমাকে মিটিংয়ে গেলে মদ্যপান বিনামূল্যে বলে প্রস্তাব দেওয়া হয়।’‌ যদিও আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী বলেন, ‘‌আসলে শওকত মোল্লার বুদ্ধিতে এলাকা উত্তপ্ত করার চেষ্টা চলছে।’‌

বন্ধ করুন