উপরাষ্ট্রপতি পদে গতকাল যখন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ের নাম প্রকাশিত হয়েছিল, তখন অবাক হয়েছিলেন অনেকেই। এদিকে তৃণমূল নেতাদের এই নিয়ে বক্তব্য, রাজ্য সরকার ও তৃণমূলের সামনে বারবার বাধা হয়ে দাঁড়ানোর ফলেই এই পুরস্কার পেলেন জগদীপ ধনখড়। প্রসঙ্গত, বিধায়কের শপথগ্রহণ থেকে শুরু করে একাধিক সময়ে বিলে সই করা, বারবার রাজ্য সরকারের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে টুইটারে ব্লক করেছেন। এহেন রাজ্যপালকেই উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করল এনডিএ।
রাজ্যপালকে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করা প্রসঙ্গে দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় সংবাদমাধ্যমকে বলেন, ‘তৃণমূলকে উত্যক্ত করার পুরস্কার হিসেবে তাঁকে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করা হয়েছে।’ এদিকে বরানগরের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী তাপস রায় এই প্রসঙ্গে বলেন, ‘রাজ্যপাল হয়ে আসার পর থেকেই নানা বিষয়ে রাজ্য সরকারের বিরোধিতা করেছেন জগদীপ ধনখড়। এমন অনেক বিষয়েই আমাদের দল ও সরকারের বিরুদ্ধে তিনি কথা বলেছেন, যা রাজ্যপাল হিসেবে তাঁর বলা বলা উচিত হয়নি। আশা করব পরবর্তীতে যিনিই বাংলার রাজ্যপাল হয়ে আসবেন, তিনি আমাদের সরকারকে সহযোগিতা করে চলবেন।’ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও বলেন, ‘বিজেপির হয়ে তাঁবেদারি করার জন্য পুরস্কার দেওয়া হল জগদীপ ধনখড়কে।’
প্রসঙ্গত, ইতিমধ্যেই উপরাষ্ট্রপতি নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়ে গিয়েছে৷ আগামী ৬ অগস্ট অনুষ্ঠিত হবে নির্বাচন৷ আগামী মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়ার শেষদিন৷ তার আগে এনডিএ-র তরফে জগদীপ ধনখড়ের নাম ঘোষণা করা হলেও বিরোধীদের তরফে কারও নাম ঘোষণা করা হয়নি৷ এদিকে তৃণমূল কংগ্রেস উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ২১ জুলাই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন দলের মুখপাত্র কুণাল ঘোষ।