বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Jalpaiguri: এবার দলীয় কার্যালয়ে সরকারি বৈঠক করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Jalpaiguri: এবার দলীয় কার্যালয়ে সরকারি বৈঠক করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

প্রতীকী ছবি

জেলা তৃণমূলের সহ সভাপতি বুবাই কর বলেন, সরকারি কর্মচারীরা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে পারেন না। সেই সব নিয়ম তো মানা হচ্ছেই না। উলটে দলীয় কার্যালয়ে সরকারি বৈঠক হচ্ছে। রাজ্য প্রশাসনের সম্পূর্ণ রাজনীতিকরণ করে ফেলেছে তৃণমূল।

মুর্শিদাবাদের ভগবানগোলার বিধায়ক ইদ্রিশ আলির বিডিওর চেয়ারে বসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে যোগ দেওয়া নিয়ে শোরগোল কম হয়নি। এবার ঠিক উলটো অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দলীয় কার্যালয়ে সরকারি বৈঠক করার অভিযোগ উঠল জলপাইগুড়িতে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

শুক্রবার তৃণমূলপন্থী সরকারি কর্মচারী ফেডারেশনের তরফে জলপাইগুড়িতে দলীয় কার্যালয়ে বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের সঙ্গে বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠকে হাজির ছিলেন জেলা কর্মচারী সংগঠনের সভাপতি সঞ্জয় সিংহরায়সহ তৃণমূল নেতারা। ছিলেন বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীরা। বিজেপির অভিযোগ, সরকারি প্রকল্পের কর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে সরকারি বৈঠকের আয়োজন করা হয়েছ। সরকারি কর্মচারীরা কেন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকবেন সে প্রশ্নও তুলেছে তারা।

জেলা তৃণমূলের সহ সভাপতি বুবাই কর বলেন, সরকারি কর্মচারীরা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে পারেন না। সেই সব নিয়ম তো মানা হচ্ছেই না। উলটে দলীয় কার্যালয়ে সরকারি বৈঠক হচ্ছে। রাজ্য প্রশাসনের সম্পূর্ণ রাজনীতিকরণ করে ফেলেছে তৃণমূল।

পালটা তৃণমূলের সংগঠনের তরফে দাবি করা হয়েছে, সরকারি কর্মচারীরা রাজনৈতিক দলকে সমর্থন করতে পারবেন না এমন কোনও নিয়ম নেই। বাম জমানা থেকে রাজ্যের মানুষ দেখেছে কী ভাবে সরকারি কর্মচারীরা রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন। যে বৈঠক নিয়ে বিজেপি অভিযোগ করছে সেটা কোনও সরকারি অনুষ্ঠান নয়। দলের তরফে একটা বৈঠক ডাকা হয়েছিল। বিজেপি নেতারা অভিজ্ঞতায় নবীন। তাঁদের নিয়ম কানুন কিছু জানা নেই বলে এই সব ভিত্তিবীন অভিযোগ করছে।

 

বন্ধ করুন