পঞ্চায়েত নির্বাচনের আগে দেশের রাষ্ট্রপতিকে নিয়ে রাজ্যের মন্ত্রী অখিল গিরির মন্তব্য নিয়ে যথেষ্ট বিড়ম্বনায় রয়েছে তৃণমূল। মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রী ক্ষমাপ্রার্থনা করলেও অখিলের বিরুদ্ধে এখনো কোনও পদক্ষেপ করেননি তিনি। যার প্রতিবাদে জেলায় জেলায় গর্জে উঠেছেন মূলবাসী মানুষরা। বিক্ষোভের মুখে পড়ে পায়ে হেঁটে এলাকা ছাড়তে হয়েছে রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন কয়েক শ’ আদিবাসী। রবিবার ধনেখালিতে এই ঘটনায় প্রমাদ গুনছেন তৃণমূল নেতারা। এই ধারা বজায় থাকলে পঞ্চায়েত ভোটে পঞ্চত্বপ্রাপ্তির আশঙ্কা করছেন তাঁরা।
রবিবার হুগলির ধনেখালির মল্লিকপুর বাজারে বিরসা মুন্ডা গৌরব দিবস পালন করে ভারতীয় জনতা পার্টির জনজাতি মোর্চা। সেখানে হাজির ছিলেন মোর্চার সভাপতি জুয়েল মুর্মু। তারই হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন ২০ জন আদিবাসী মহিলা। সঙ্গে দলবদল করে পরিবারগুলিও। বিজেপিতে যোগদানের পর এক আদিবাসী রমণী জানান, ‘রাষ্ট্রপতিকে অপমান করেছেন তৃণমূলের মন্ত্রী। তার পরও তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ হয়নি। এই রকম দলে আমরা আর থাকতে চাই না।’
বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু বলেন, ‘আদিবাসীদের বোকা বানিয়ে রেখেছে এই সরকার। তাদের সরল বিশ্বাসকে কাজে লাগিয়ে বারবার ভোট নিয়ে যাচ্ছে কিন্তু সব রকম সরকারি সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত।’