বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > TMC vs BJP: দলবদল করতে রাজি না হওয়া নন্দীগ্রামে TMC কর্মীকে পেটানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে

TMC vs BJP: দলবদল করতে রাজি না হওয়া নন্দীগ্রামে TMC কর্মীকে পেটানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে

প্রতীকী ছবি

কেশব হাজরা জানান, ২০২২ সালের নভেম্বরে আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করি। সম্প্রতি প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে আমাকে বিজেপিতে যোগদান করতে হবে বলে চাপ দেওয়া হচ্ছিল। আমি সেই দাবি মানতে অস্বীকার করলে স্থানীয় কয়েকজন বিজেপি কর্মী আমাকে মারধর করেন।

পঞ্চায়েত নির্বাচনের আগে ময়নায় তৃণমূলের হাতে বিজেপি নেতা খুন নিয়ে যখন উত্তপ্ত পূর্ব মেদিনীপুর তখন জেলার আরেক প্রান্ত নন্দীগ্রাম থেকে পালটা হামলার অভিযোগ এল বিজেপির বিরুদ্ধে। কেশব হাজরা নামে এক তৃণমূলকর্মী বিজেপির বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করেছেন। বিজেপি যোগদান করতে রাজি না হওয়ায় তাঁর ওপরে হামলা হয়েছে বলে অভিযোগ। হামলার কথা অস্বীকার করেছে বিজেপি।

হাসপাতালের বেডে শুয়ে কেশব হাজরা জানান, ২০২২ সালের নভেম্বরে আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করি। সম্প্রতি প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে আমাকে বিজেপিতে যোগদান করতে হবে বলে চাপ দেওয়া হচ্ছিল। আমি সেই দাবি মানতে অস্বীকার করলে স্থানীয় কয়েকজন বিজেপি কর্মী আমাকে মারধর করেন। আমাকে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে বিজেপিতে যোগদান করতে চাপ দেওয়া হচ্ছিল।

ঘটনার কথা অস্বীকার করে বিজেপি নেতা মেঘনাদ পাল বলেন, কেশব আমাদের পুরনো কর্মী। তৃণমূল ওকে ভুল বুঝিয়ে নিয়ে গিয়েছে। ওকে কেন আমরা মারধর করব। কী ঘটেছে খোঁজ নিয়ে দেখছি।

পঞ্চায়েত ভোটের মুখে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে অশান্তি লেগেই রয়েছে। সোমবার রাতে ময়নায় এক বিজেপি কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

 

বন্ধ করুন