বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Bhangar Blast: ভাঙড়ে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল বারান্দার দেওয়াল

Bhangar Blast: ভাঙড়ে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল বারান্দার দেওয়াল

ভাঙড়ে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ। 

মঙ্গলবার বিকেলে ঝড়বৃষ্টি শুরু হওয়ার আগে চালতাবেড়িয়ায় তৃণমূল নেতা সরিফুল মোল্লার বাড়িতে বিকট বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ভেঙে পড়ে বারান্দার দেওয়ালের একাংশ। সেখানেই রান্নাবান্নার কাজ করত পরিবারটি।

রাজ্যে ফের বোমা বিস্ফোরণ তৃণমূল নেতার বাড়িতে। দুবরাজপুরের পর এবার বিস্ফোরণ ভাঙড়ে। মঙ্গলবার সন্ধ্যায় ভাঙড়ের চালতাবেড়িয়ায় এক তৃণমূল নেতা সরিফুল মোল্লার বাড়িতে বিস্ফোরণে দেওয়ালের একাংশ ভেঙে পড়ে। বিস্ফোরণে এক মহিলা আহত হয়েছেন বলে প্রাথমিক খবরে জানা যাচ্ছে। ঘটনা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

মঙ্গলবার বিকেলে ঝড়বৃষ্টি শুরু হওয়ার আগে চালতাবেড়িয়ায় তৃণমূল নেতা সরিফুল মোল্লার বাড়িতে বিকট বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ভেঙে পড়ে বারান্দার দেওয়ালের একাংশ। সেখানেই রান্নাবান্নার কাজ করত পরিবারটি। সেখানে নিয়ম না মেনে রান্নার গ্যাস ব্যবহার করা হত বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। বিস্ফোরণে রোশনারা বিবি নামে এক মহিলা আহত হয়েছেন।

বিস্ফোরণের পর ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় লন্ডভণ্ড হয়ে রয়েছে রান্নার সামগ্রী। পড়ে রয়েছে একটা সাইকেল। অক্ষত রান্নার গ্যাসের ওভেনটি। তবে গ্যাস সিলিন্ডারের খোঁজ পাওয়া যায়নি।

এই ঘটনায় পরস্পরের দিকে অভিযোগের আদুল তুলতে শুরু করেছে তৃণমূল ও ISF. ISF-এর দাবি, তৃণমূল নেতার বাড়িতে বোমা মজুত ছিল। তাতেই হয়েছে বিস্ফোরণ। পালটা তৃণমূলের দাবি, বাইরে থেকে বোমা ছুড়েছে ISF. খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে কাশীপুর থানার পুলিশ।

বলে রাখি, সোমবারই বীরভূমের দুবরাজপুরে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণে বাড়ির দেওয়ালের একাংশ ভেঙে পড়ে। ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তৃণমূল নেতার বাড়িতে প্রায় ৫০টি বোমা মজুত ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তার ২৪ ঘণ্টার মধ্যে ফের রাজ্যে বিস্ফোরণে সরকার ও প্রশাসনের ওপর চাপ আরও বাড়ল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

 

বন্ধ করুন