বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Bankura: ‘‌জনগণ আপনার প্যান্ট খুলে নেবেন’‌, বিজেপি সাংসদকে আক্রমণ তৃণমূল ব্লক সভাপতির

Bankura: ‘‌জনগণ আপনার প্যান্ট খুলে নেবেন’‌, বিজেপি সাংসদকে আক্রমণ তৃণমূল ব্লক সভাপতির

বিজেপি সাংসদকেও অশালীন ভাষায় আক্রমণ

তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তীর পর বক্তব্য রাখেন রেজাউল খাঁ। তিনি তৃণমূল কংগ্রেসের ইন্দপুর ব্লকের সভাপতি। ওই সভামঞ্চেই রেজাউল খাঁ নিশানা করেন বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকারকে। তখন সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক অরূপ চক্রবর্তী। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে সরাসরি আক্রমণের অভিযোগ উঠল।

পঞ্চায়েত নির্বাচন যত এগোচ্ছে ততই হুমকি–হুঁশিয়ারি–কুকথা বাড়ছে রাজনৈতিক নেতা–নেত্রীদের মুখে। এবার বাঁকুড়ায় দিদির সুরক্ষা কবচ কর্মসূচির জনসভা থেকে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক। তৃণমূল কংগ্রেসের কর্মীরা হাত তুললে হাসপাতালে জায়গা হবে বলে হুমকি দিলেন তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী। একইসঙ্গে বাঁকুড়ার বিজেপি সাংসদকেও অশালীন ভাষায় আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেসের ইন্দপুর ব্লকের সভাপতি।

ঠিক কী বলেছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক?‌ ইন্দপুরের আড়ালডিহি গ্রামে দিদির সুরক্ষা কর্মসূচির সভায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে সরাসরি আক্রমণের অভিযোগ উঠল। এদিন বিধায়ক বলেন, ‘‌সুকান্ত মজুমদার বলে বেড়াচ্ছেন তৃণমূলের লোকেরা দুয়ারে গেলে, তাঁদের বেঁধে রাখতে। সুকান্ত মজুমদার মানুষকে উস্কানি দিচ্ছেন ও বাংলায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন। আপনি জেনে রাখুন তৃণমূল কর্মীরা যেদিন হাত তুলবে সেদিন আপনাদের হাসপাতাল ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা হবে না। সুকান্তকে সংযত হওয়ার জন্য সতর্ক করা হল। আপনি নিজে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘুরে বেরিয়ে কর্মীদের লেলিয়ে দিচ্ছেন। বাংলায় অশান্তি হলে আপনাদের দেখা পাওয়া যাবে না। রাজ্য সরকারকেই তা সামলাতে হবে।’‌

বিজেপি সাংসদ সম্পর্কে কী বলা হয়েছে?‌ তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তীর পর বক্তব্য রাখেন রেজাউল খাঁ। তিনি তৃণমূল কংগ্রেসের ইন্দপুর ব্লকের সভাপতি। ওই সভামঞ্চেই রেজাউল খাঁ নিশানা করেন বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকারকে। তখন সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক অরূপ চক্রবর্তী। সেখানে রেজাউল খাঁ সুর সপ্তমে চড়িয়ে বলেন, ‘‌সুভাষ সরকার বিভিন্ন সভায় গিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের বেঁধে রাখার হুঁশিয়ারি দিচ্ছেন। আমরা বলছি আপনি যদি কোথাও যান সেখানের জনগণ আপনার প্যান্ট খুলে নেবেন।’‌ বিধায়ক তখন চুপ করেই ছিলেন।

ঠিক কী বলছে বিজেপি?‌ একদিকে সুকান্ত মজুমদারকে আক্রমণ অন্যদিকে সুভাষ সরকারকে অশালীন ভাষায় নিশানা করা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। বিজেপির জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল বলেন, ‘‌জনপ্রতিনিধি সম্পর্কে আর এক জনপ্রতিনিধি যে ধরনের কুরুচিকর মন্তব্য করছেন সেটা অসাংবিধানিক। বিধায়ক এভাবে বিষয়টি সমর্থন জানাচ্ছেন। এটা তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি।’‌

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন