অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিত কালচিনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পাশাং লামা গ্রেফতার হয়েছেন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই দলের অন্দরে হইচই শুরু হয়ে গিয়েছে। রবিবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়। আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের বীরপাড়ার কাছে রাঙালিবাজনায় ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের টোল গেট থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
সূত্রের খবর, এই পাশাং লামাকে দলে নিয়োগ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই এই বিষয়ে কেউ শব্দ খরচ করতে চাইছেন না। যদিও এই বিষয়ে কৌশলী উত্তর দিয়েছেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ চিক বরাইক। তিনি বলেন, ‘প্রশাসনের কাজ প্রশাসন করছে। আমাদের কোনও বক্তব্য নেই।’
কিভাবে তৃণমূল কংগ্রেসে আসেন পাশাং? জানা গিয়েছে, প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক কাজ করতে গিয়ে দেখাতে পায় এই জেলায় পাশাং লামা অত্যন্ত কার্যকরী। আর উত্তরবঙ্গের জেলায় বিজেপির সংগঠন শক্তিশালী। তাই কালচিনি ব্লকে বিজেপির বিরুদ্ধে তুরুপের তাস করা হয় এই পাশাং লামাকে। এভাবেই তৃণমূল কংগ্রেসে প্রবেশ তাঁর। তারপর লোকসভা নির্বাচনে ওই এলাকায় হারানো জমি কিছুটা হলেও উদ্ধার করতে সফল হন পাশাং। তাই একুশের নির্বাচনে তাঁকেই প্রার্থী করা হয় বিজেপির বিশাল লামার বিরুদ্ধে। কিন্তু তাতে সাফল্য আসেনি।
নির্বাচনের পর ব্লক সভাপতি মনোনয়নের সময় তাঁকেই কালচিনি ব্লকের সভাপতি বেছে নিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সম্প্রতি নেতাজি ইন্ডোরের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জেলার পুলিশ সুপারকে বলেন, ‘কালচিনিতে অবৈধ ব্যবসা, হেরিটেজ সম্পত্তি বিক্রি হচ্ছে। খোঁজখবর নিয়ে পদক্ষেপ করুন’। তারপরই গ্রেফতার হয়ে গেলেন পাশাং লামা। এই নিয়ে আলিপুরদুয়ারের পুলিশ সুপার রঘুবংশী বলেন, ‘পাশাং লামাকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে চোরাইকাঠ পাচারের অভিযোগ রয়েছে।’