বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > WB panchayat elections: পঞ্চায়েত নির্বাচনে এক তৃতীয়াংশ নতুন মুখ প্রার্থী করতে পারে তৃণমূল, কারণটা কী?

WB panchayat elections: পঞ্চায়েত নির্বাচনে এক তৃতীয়াংশ নতুন মুখ প্রার্থী করতে পারে তৃণমূল, কারণটা কী?

কেশপুরের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (ফেসবুক)

কেশপুরে শেখ হসিনউদ্দিন নামে এক ব্যক্তি মঞ্চে তুলে এনে অভিষেক বলেছিলেন, তাঁর মতো লোকেদেরই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী করা ক্ষেত্রে আগ্রাধিকার দেবে তৃণমূল। আবাস যোজনার বাড়ি পেয়েও বিডিও অফিসে গিয়ে তা ফেরত দিয়ে এসেছেন হসিনউদ্দিন।

কিছু দিন আগে কেশপুরে একটি সভা থেকে পঞ্চায়েতের 'নতুন তৃণমূলের' প্রার্থী কারা হবে তার উদাহরণ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেখ হসিনউদ্দিন নামে এক ব্যক্তি মঞ্চে তুলে এনে অভিষেক বলেন, তাঁর মতো লোকেদেরই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী করা ক্ষেত্রে আগ্রাধিকার দেবে তৃণমূল। আবাস যোজনার বাড়ি পেয়েও বিডিও অফিসে গিয়ে তা ফেরত দিয়ে এসেছেন হসিনউদ্দিন। কারণ, আবাস যোজনায় বাড়ি তৈরির যে টাকা তিনি পাবেন, তাতে তিনি বাড়ি করে উঠতে পারবেন না। সংসার প্রতিপালন করে, তাঁর পক্ষে অতিরিক্ত খরচ সম্ভব নয়। তাহলে তিনি মেয়ের বিয়ে দিতে পারবেন না।

যেখানে তৃণমূলের একাধিক নেতা-কর্মী তিনতলা-চারতলা বাড়ি থাকলেও আবাস যোজনার বাড়ি বাড়ি টাকা নিয়েছেন। সেখানে যোজনার টাকা পাওয়া সত্ত্বেও সেই টাকা পাওয়া ফেরত দিয়েছেন হসিনউদ্দিন। তাই তাঁর মতো ব্যক্তিদের প্রার্থী করে সাধারণ মানুষে বার্তা দিয়ে চাইছেন অভিষেক। সেই বার্তা হল 'ভুল শুধরে নেওয়ার'। দলীয় সূত্রে খবর, পঞ্চায়েত ভোট নিয়ে ইতিমধ্যেই শাসকদলের অন্দরে পর্যালোচনা হয়েছে। তাতে সুবিধা ও সমস্যার দিকগুলি চিহ্নিত করা হয়েছে। সমস্যার দিক হিসাবে পঞ্চায়েত স্তরে দুর্নীতি, আর্থিক বেনিয়ম, নিস্ক্রিয়তা ও স্বজন পোষণের মতো বিষয় উঠছে। এ সব যাচাই করেই প্রার্থী বাছাই করা হবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

সূত্রের খবর, ত্রিস্তর পঞ্চায়েতে প্রার্থী তালিকায় এক-তৃতীয়াংশ নতুন মুখ আনতে পরিকল্পনা করা হয়েছে। সব মিলিয়ে এবার প্রার্থী তালিকায় ২৫ হাজার নতুন মুখ রাখতে চাইছে শাসকদল। এ ব্যাপারে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বেশি আগ্রহী। তৃণমূল সূত্রে খবর, গত বিধানসভা নির্বাচনে বেশ কিছু আসনে নতুন প্রার্থী দেওয়া হয়েছিল তাঁরই নির্দেশ।

আরও পড়ুন: ‘‌কংগ্রেসের আদর্শ ঠিক কী?‌’‌ কড়া আক্রমণ করলেন অভিষেক,পাল্টা দেন অধীরও

পঞ্চায়েত ভোটে নতুন মুখ কারা?

কেশপুরে মঞ্চে হসিনুউদ্দিন-সহ আরও দু'জনকে মঞ্চে তুলে অভিষেক জানিয়ে দিয়েছেন নতুন মুখ কারা। তৃণমূল সূত্রে খবর, প্রার্থী হিসাবে নতুন মুখ খোঁজার কাজ চলছে জোর কদমে। রাজনীতির বাইরে যাঁরা সুপরিচিত 'ভালো' ভাবমূর্তির লোক তাঁদের বেছে নেওয়া হচ্ছে। উদাহরণ হিসাবে বলা যেতে পারে, স্কুল শিক্ষক, গ্রামীণ চিকিৎসক বা অন্য কোনও ভাবে সুপরিচিত ব্যক্তি। এমনকি গৃহকর্তী, কমবয়সী ছেলেমেয়ে থেকে শুরু করে পিছিয়ে পড়া স্তর থেকে প্রার্থী তুলে আনার পরিকল্পনা করা হয়েছে।

কেন এমন পরিকল্পনা?

দুর্নীতি-সহ নানা অভিযোগকে কেন্দ্র করে প্রতিষ্ঠান বিরোধিতার যে চোরস্রোত বইতে শুরু করেছে, তা দলের আভ্যন্তরীণ সমীক্ষায় উঠে এসেছে। যে স্রোত চাপা রয়েছে দলের সাংগঠিক শক্তি নীচে। তাই পঞ্চায়েত নির্বাচনে শাসকদের কাছে কপালে ভাঁজ পড়ার মতো পরিস্থিতি না হলেও। এই চোরস্রোতই তৃণমূলকে বিপদে ফেলতে লোকসভা নির্বাচনে। যেমন হয়েছিল ২০১৯-এর লোকসভা নির্বাচনে। গা-জোয়ারি ও প্রতিষ্ঠান বিরোধিতার ধাক্কা লেগেছিল ভোটের ফলে। তাই কিছুটা হিসাব কষেই পঞ্চায়েত ভোট নতুন মুখের সংখ্যা বাড়তে চাইছে তৃণমূল। সূত্রের খবর, ইতিমধ্যে নাম সংগ্রহের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। এবার তা নিয়ে পর্যালোচনা করবেন অভিষেক। তারপরই হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

বাংলার মুখ খবর

Latest News

বাতিল ধাক্কায় ছাত্র-শিক্ষক অনুপাতে ফারাক,মেটাতে স্বেচ্ছাসেবী চায় বাঁকুড়ার স্কুল ৩১ মে পর্যন্ত অঙ্গারক যোগ, সতর্ক থাকতে হবে এই ৩ রাশিকে, হতে পারে দুর্ঘটনা গোটা সেটের সামনেই দুর্জয়কে চুমু 'টিনএজার' রাণীর! অভিজ্ঞতা জানিয়ে বললেন… ICC Champions Trophy 2025 খেলতে কি পাকিস্তানে যাবে ভারতীয় দল? সামনে আসছে বড় খবর আকাশের দিকে তাকালেই চোখের সামনে সাদা সাদা দাগ ভাসতে দেখেন? ভয়ের কিছু নয় তো এক রঙের পোশাক পরে নাইট আউট, ফাটিয়ে আড্ডা দিলেন সোনি-নীনারা, কী কী করলেন ‘দুর্নীতি আড়াল করার জন্য কংগ্রেস মাওবাদী হিংসাকে প্রশ্রয় দিয়েছে, অভিযোগ মোদীর অমিতাভ-কন্যার এত আর্থিক সমস্যা! বিয়ের পর ৩ হাজার টাকা পেতে একাজ করে শ্বেতা বচ্চন চাকরি দেওয়ার নামে ৮ কোটি টাকা নিয়ে জাল নিয়োগপত্র দেওয়ার অভিযোগ, ধৃত ২ তাপপ্রবাহের কবলে ত্রিপুরা, ২৭ এপ্রিল পর্যন্ত সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করল সরকার

Latest IPL News

IPL 2024 CSK vs LSG: রাহুলের এই সাহসী সিদ্ধান্তই বদলে দিল ম্যাচের রঙ! চুক্তি থেকে বাদ, আইপিএলে শতরানের পর জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন স্টইনিস সারাক্ষণ ধোনি, ধোনি কী! ক্যামেরাম্যান ফোকাস করতেই বোতল ছোড়ার ভয় দেখালেন মাহি চলতি আইপিএলে অভিষেক পোড়েলের খেলাই হত না এবার! দাবি DC-র তারকা অজি ওপেনারের IPL-র ইতিহাসে রান তাড়া করে জয়ের ক্ষেত্রে সর্বোচ্চ রান করার নজির গড়লেন স্টইনিস জাতীয় দল নয়, IPL-এ খেলাকেই বেশি উপভোগ করেন মুস্তাফিজুর রহমান! দাবি সতীর্থদের রাহুল যখন ফ্লাইং ম্যান, CSK-র বিরুদ্ধে সুপার ক্যাচ নিয়ে অবাক করলেন LSG ক্যাপ্টেন LSG-র হাল না ছাড়ার মানসিকতার মধ্যে IPL 2024-এ প্রথমার্ধের সাফল্যের রহস্য লুকিয়ে দিল্লিতে ‘দাদাগিরি’র শ্যুটিং! সৌরভের জন্য বিশেষ বন্দোবস্ত, কবে শেষ হচ্ছে এই শো? গুহায় ঢুকে সিংহ শিকার LSG-র, স্টইনিসের দাপটে CSK-কে তাদের ঘরের মাঠে হারাল লখনউ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.