বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > টিকিট না পেয়ে নির্দলপ্রার্থী স্ত্রী, ডিভোর্সের নোটিশ দিলেন তৃণমূলপ্রার্থী স্বামী

টিকিট না পেয়ে নির্দলপ্রার্থী স্ত্রী, ডিভোর্সের নোটিশ দিলেন তৃণমূলপ্রার্থী স্বামী

প্রতীকি ছবি

তৃণমূলের প্রথম প্রার্থীতালিকা প্রকাশিত হলে দেখা যায় দক্ষিণ দমদম পুরসভায় ৯ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন রীতা রায়চৌধুরী। ১০ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন তাঁরই স্বামী সুরজিৎ রায়চৌধুরী। কিন্তু পরের প্রার্থীতালিকায় রীতাদেবীর নাম কাটা যায়।

পুরভোটের টিকিট না পাওয়ায় স্বামী - স্ত্রীর বিবাদের জেরে বিবাহবিচ্ছেদের উপক্রম হয়েছে উত্তর ২৪ পরগনার দমদমে। দক্ষিণ দমদম পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুরজিৎ রায়চৌধুরী বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন ৯ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী তথা স্ত্রী রীতা রায়চৌধুরীকে। টিকিট নিয়ে পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা বলে মেনে নিয়েছেন ২ জনেই।

রাজনৈতিক কোন্দলে বিবাহবিচ্ছেদের ঘটনা এই রাজ্যে নতুন হলেও অচেনা নয়। বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা খাঁ। তার পরই তাঁকে বিবাহবিচ্ছেদের নোটিশ পাঠান সৌমিত্র। সেই নিয়ে দিন কয়েক তুমুল নাটক চলে প্রকাশ্যেই। সেই ঘটনার পুনরাবৃত্তি এবার দমদমে।

তৃণমূলের প্রথম প্রার্থীতালিকা প্রকাশিত হলে দেখা যায় দক্ষিণ দমদম পুরসভায় ৯ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন রীতা রায়চৌধুরী। ১০ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন তাঁরই স্বামী সুরজিৎ রায়চৌধুরী। কিন্তু পরের প্রার্থীতালিকায় রীতাদেবীর নাম কাটা যায়। এখান থেকেই শুরু হয় দাম্পত্যকলহ। দলের টিকিট না পেয়ে ৯ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়ার সিদ্ধান্ত নেন রীতাদেবী। তার পরই তাঁকে বিবাহবিচ্ছেদ দেওয়ার সিদ্ধান্ত নেন সুরজিৎবাবু।

কলহের জেরে বেশ কয়েকদিন আগে শ্বশুরবাড়ি ছেড়েছেন রীতাদেবী। ৯ নম্বর ওয়ার্ডে জোড়া পাতা প্রতীকে জোর কদমে প্রচারও শুরু করে দিয়েছেন তিনি। যাতে ক্ষুব্ধ সুরজিৎবাবু। তিনি বলেন, ‘দল টিকিট দেবে বলে ঘোষণা করেছিল। কিন্তু পরে বাতিল করেছে। ও দলের বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। যা আমি মেনে নিতে পারিনি। দল আর পরিবারের মধ্যে আমি দলকে বেছে নিয়েছি। তাই স্ত্রীকে বিবাববিচ্ছেদের নোটিশ পাঠিয়েছি।’ এব্যাপারে মুখ খোলেননি রীতা রায়চৌধুরী। তিনি বলেন, ‘পারিবারিক ব্যাপার নিয়ে প্রকাশ্যে মন্তব্য করব না।’

 

 

বন্ধ করুন