আগামী ১২ এপ্রিল উপ-নির্বাচন হওয়ার কথা রয়েছে আসানসোল লোকসভা কেন্দ্রে। সেই লক্ষ্যেই তৃণমূল কংগ্রেস নির্বাচনী প্রচার শুরু করে দেবে রবিবার থেকে। প্রচারের জন্য আসছেন 'বিহারী বাবু' তথা আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। আসানসোলে শত্রুঘ্নকে স্বাগত জানানোর পাশাপাশি তাঁকে নিয়ে রোড শো করবে তৃণমূল।
সূত্রের খবর, আগামিকাল সন্ধ্যা ছ’টা নাগাদ অন্ডাল বিমানবন্দরে আসবেন শত্রুঘ্ন সিনহা। সেখান থেকেই আসানসোল শহর পর্যন্ত চলবে রোড শো। এর আগে এই লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন বাবুল সুপ্রিয়। কিন্তু তিনি সাংসদ পদ ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার ফলে আসানসোলে উপ-নির্বাচন হচ্ছে। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে উপ-নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছেন বাবুল সুপ্রিয়। দুই প্রার্থীর জয়ের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। সূত্রের খবর, আগামী সোমবার মনোনয়নপত্র জমা দেবেন শত্রুঘ্ন সিনহা। দলের পক্ষ থেকে সোমবার দুপুরে শুভক্ষণ ঠিক করা হয়েছে। এরপরেই চলবে জোরকদমে প্রচার। ইতিমধ্যেই আসানসোলে জনসংযোগ সেরে রেখেছে তৃণমূল কংগ্রেস।
প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ৬ লক্ষ ৩৩ হাজারের বেশি ভোটে বিজেপি থেকে জয়ী হয়েছিলেন বাবুল সুপ্রিয়। এরপর ২০২১ এর বিধানসভা নির্বাচনে সেই চিত্রটা অনেকটাই বদলে যায়। বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায় ৫২ শতাংশের বেশি ভোট পেয়েছিলেন। আসানসোল পুরনিগমও এবার তৃণমূলের দখলে। ফলে সব মিলিয়ে লোকসভা উপনির্বাচনে তৃণমূলের জয় হবে বলেই আশাবাদী দলের নেতারা। আসানসোল লোকসভা উপ-নির্বাচনের তৃণমূল প্রার্থী এসে পৌঁছালে তাকে নিয়ে সভা, মিছিল থেকে শুরু করে নির্বাচনী প্রচার চালানো হবে বলে তৃণমূল সূত্রের খবর।