আজ পঞ্চম দফায় ভোট গ্রহণ হল রাজ্যের ৭টি কেন্দ্রে। কিন্তু, ঠিক তার আগে তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে বিষ্ণুপুর। তৃণমূলের অভিযোগ, বিজেপি তাদের মারধর করেছে পালটা বিজেপি একই অভিযোগ এনেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে থানার সামনে বসে অবস্থান বিক্ষোভ করেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। তিনি পুলিশকে ‘কুকুরের মতো’ বলে মন্তব্য করেন। অন্যদিকে, পালটা সুজাতার দাবি, নিজের কর্মীদের মার খাইয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলছেন সৌমিত্র।
আরও পড়ুনঃ তৃণমূলের চামড়া তুলে নেব, হুঁশিয়ারি সৌমিত্রর, কর্মীরা পিঠ খুলে বসে আছে, কটাক্ষ সুজাতার
জানা গিয়েছে, রবিবার রাতে বিষ্ণুপুর থানার চুয়ামসিনা গ্রামে বিজেপি-তৃণমূল সংঘর্ষ বাঁধে। বিষ্ণুপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মহাদেব মাল অভিযোগ করেছেন, বিষ্ণুপুর ব্লকের চুয়ামসিনা গ্রামে তৃণমূল কর্মীরা প্রচার চলাচ্ছিলেন। সেই সময় বিজেপির দুষ্কৃতীরা আচমকা তাদের ওপর চড়াও হয়, তাদের বেধড়ক মারধর করে। এই ঘটনায় চারজন তৃণমূল কর্মী আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২ জন হলেন মহিলা।
অন্যদিকে, গতকাল নিকুঞ্জপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ছিল। বিজেপির অভিযোগ, সেই সভা থেকে ফেরার সময় তৃণমূল কংগ্রেসের কর্মীরা হামলা চালায়। ঘটনায় ২ মহিলা কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ বিজেপির। এই অভিযোগ ওঠার পরেই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ বিষ্ণুপুর থানায় গিয়ে অবস্থান বিক্ষোভ করেন। তাঁর অভিযোগ, তিনি থানার আইসিকে ফোন করলেও তিনি ফোন ধরেননি। এরপরেই তিনি মন্তব্য করেন , পুলিশ তৃণমূলের কুকুরের মতো কাজ করছে। সেখানে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করেন বিজেপি প্রার্থী। যদিও কিছুক্ষণ পর অবরোধ তারা তুলে নেন।
আরও পড়ুনঃ ৪০০ গ্রাম সোনা রয়েছে সুজাতার, সৌমিত্রর আছে ৯০, সম্পত্তির দিক দিয়ে এগিয়ে কে?
এদিকে, এরপরেই তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল সৌমিত্রকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন বিজেপি প্রার্থীর রুচি নিম্নমানের। তিনি ভালমতোই বুঝতে পেরছেন এবার হেরে যাবেন। ৪ তারিখে তা স্পষ্ট হয়ে যাবে। ফলে এখন তিনি হতাশায় ভুগছেন। নিজের দলের কর্মীদের নিজেরাই মার খাইয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছেন। এর আগেও তিনি এরকম করেছেন। আর পুলিশকে যে ভাষায় কথা বলছেন তাতে বোঝা যাচ্ছে বিজেপি প্রার্থীর রুচি কতটা নিম্ন মানের।