বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > কেন্দ্রীয় দল আসতে আসতে ক্লান্ত হয়ে পড়বে, দাবি তৃণমূল বিধায়কের

কেন্দ্রীয় দল আসতে আসতে ক্লান্ত হয়ে পড়বে, দাবি তৃণমূল বিধায়কের

নারায়ণ গোস্বামী, বিধায়ক (ফাইল ছবি)

করোনার প্রথম ঢেউ চলাকালীন রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রান্ত ও মৃতের তথ্য গোপন করার অভিযোগ উঠেছিল। সেই সময় প্রথমবার রাজ্যে আসে কেন্দ্রীয় দল। সম্প্রতি প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ ওঠায় এসেছে কেন্দ্রীয় দল। কেন্দ্রীয় দল এসেছে মিড ডে মিল প্রকল্পের সমীক্ষা করতে।

কেন্দ্রীয় দল আসতে আসতে ক্লান্ত হয়ে পড়বে। বাংলার মানুষকে হাতে না মেরে ভাতে মারতে চায় বিজেপি। এমনই দাবি করলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। শুক্রবার এক সভায় এই মন্তব্য করেন তিনি। বিধায়ককে পালটা বিজেপি নেতা রাহুল সিনহার কটাক্ষ, জনগণকে নয়, তৃণমূল নেতাদের ভাতে মারতে চায় কেন্দ্রীয় সরকার। এই কথাটা এতদিকে কেউ বুঝেছে।

নারায়ণ বাবুকে বলতে শোনা যায়, ‘কেন্দ্রীয় যে দল আসছে, তারা আসতে আসতে ক্লান্ত হয়ে পড়ছে। যে আর কতবার যাব? এক কথায় বলে দিন না, বাংলার মানুষ আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসেছেন এই অপরাধে আমরা হাতে না মেরে ভাতে মারতে চাই’।

পালটা রাহুল সিনহা বলেন, ‘তৃণমূল নেতাদের চুরি বন্ধ করে তাদের ভাতে মারতে চায় কেন্দ্র। এটা এতদিনে তৃণমূলের কেউ বুঝতে পেরেছে। গরিব মানুষের পেটে ভাত দিতে চায়। আর তৃণমূল নেতাদের চুরি বন্ধ করে তৃণমূল নেতাদের ভাত বন্ধ করতে চায়। এটা যতক্ষণ না হতে ততক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় দলও আসবে। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মানুষের টাকা, খাবার, সুবিধা মানুষের কাছে পৌঁছবে। এটাই কেন্দ্রীয় সরকারের একমাত্র লক্ষ্য। মানুষের খাবার যাতে তৃণমূল না খেতে পারে সেটা নিশ্চিত করাই আমাদের কাজ। সেটা এতদিনে বুঝতে পেরেছেন তৃণমূলের বিধায়ক’।

বলে রাখি, গত কয়েক বছরে রাজ্যে বারবার এসেছে কেন্দ্রীয় দল। করোনার প্রথম ঢেউ চলাকালীন রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রান্ত ও মৃতের তথ্য গোপন করার অভিযোগ উঠেছিল। সেই সময় প্রথমবার রাজ্যে আসে কেন্দ্রীয় দল। সম্প্রতি প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ ওঠায় এসেছে কেন্দ্রীয় দল। কেন্দ্রীয় দল এসেছে মিড ডে মিল প্রকল্পের সমীক্ষা করতে। এর পর মিড ডে মিলের হিসাব নিকাশ খতিয়ে দেখতে কেন্দ্রীয় দলের আসার কথা।

 

 

বন্ধ করুন