অশোকনগরের ভূগর্ভস্থ তেল উত্তোলন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি সাংসদ জগন্নাথ সরকার সম্প্রতি অশোকনগরে তেল উত্তোলন নিয়ে একটি প্রশ্ন করেছিলেন। তার উত্তরে পেট্রোলিয়াম মন্ত্রক রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, রাজ্য সরকারের অসহযোগিতার কারণেই তেল উত্তোলন করা সম্ভব হচ্ছে না। তারপরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কেন্দ্রীয় মন্ত্রকের উত্তরকে মিথ্যা বলে দাবি করেছে রাজ্যের শাসক দল।
আরও পড়ুন: ৪ বছরে ১৯ চিঠি কেন্দ্রের, তাও এখনও অশোকনগরে তেল উত্তোলনের 'অনুমতি' দিল না বাংলা!
জগন্নাথের প্রশ্নের উত্তরে পেট্রোলিয়াম মন্ত্রী জানিয়েছিলেন, পেট্রোলিয়াম মাইনিং লিজ চেয়ে রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল। তবে রাজ্য সরকারের তরফে কোনও উত্তর দেওয়া হয়নি। সেই কারণে অশোকনগরের ভূগর্ভস্থ তেল উত্তোলন আটকে রয়েছে। তবে তৃণমূলের দাবি, বিজেপি এবং প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সরকার রাজ্য সরকারের বিরুদ্ধে লাগাতার অপপ্রচার চালাচ্ছে। তৃণমূলের তরফে পরিসংখ্যান দিয়ে দাবি করা হয়েছে কেন্দ্রের বক্তব্য মিথ্যে।
তৃণমূল জানিয়েছে, রাজ্য সরকার সমস্ত পদক্ষেপ আগেই সম্পন্ন করে দিয়েছে। ২০০৯ সাল থেকে অশোকনগরে ভূগর্ভস্থ তেল আবিষ্কারের চেষ্টা করে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ওএনজিসি। রাজ্য সরকার তাদের সবরকমভাবে সহযোগিতা করেছে। এছাড়াও ওই ওএনজিসির কাজের জন্য ১৩.৪৯ একর জমি দেওয়া হয়েছে। তাছাড়া, ২০০৯ সাল থেকে তিনবার লাইসেন্স নবীকরণ করা হয়েছে। নতুন করে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত এই মেয়াদ বাড়ানো হয়েছে। তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী এপ্রসঙ্গে মিথ্যা কথা বলছেন।
প্রসঙ্গত, কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছিলেন যে ৬ বছর আগে অশোকনগর থেকে তৈল ক্ষেত্রের সন্ধান পাওয়া যায়। চারটি কুয়োয় তেল পাওয়া গেলেও ওএনজিসি পেট্রোলিয়াম মাইনিং লিজ না পাওয়ায় কাজ শুরু করা যায়নি । তিনি জানান, এই লিজের জন্য ২০২০ সালে ১০ সেপ্টেম্বর ৫.৮৮ বর্গ কিলোমিটার এলাকার লিজের জন্য আবেদন জানানো হয়েছিল। কিন্তু রাজ্য সরকার কোনও উত্তর না দেওয়ায় এখনও পর্যন্ত সেখানে তেল উৎপাদনে কাজ শুরু করা যাচ্ছে না। অর্থাৎ অশোকনগরে তেল উত্তোলন করতে না পারার জন্য পুরোপুরি রাজ্য সরকারকেই দায়ী করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। জানা যাচ্ছে, এ বিষয়ে লোকসভার অধিবেশনে সরব হতে পারে তৃণমূল কংগ্রেস।