সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে ক্রমেই চড়ছে অশান্তির পারদ। এবার আমডাঙায় তৃণমূল কর্মীকে নিশানা করে গুলি। সূত্রের খবর এক রাউন্ড গুলি চালানো হয়েছে। বাইক থেকে পড়ে যান ওই তৃণমূল কর্মী। তবে কী কারণে তাকে গুলি করা হল তা পরিষ্কার নয়।
স্থানীয় সূত্রে খবর, ওই তৃণমূল কর্মীর নাম সৈয়ব আলি। তিনি বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। সেই সময় আমডাঙার মথুরায় ওই তৃণমূল কর্মীকে নিশানা করে গুলি করা হয়। এক রাউন্ড গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। বাইপাসের ধারে বেসরকারি নার্সিংহোমে তাকে ভর্তি করা হয়েছে বলে খবর।
এদিকে কী কারণে তাকে এভাবে গুলি করা হল তা পরিষ্কার নয়। পদস্থ পুলিশ আধিকারিকরা এলাকায় গিয়েছেন। তারা গোটা ঘটনার উপর নজর রাখছেন। কে বার কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে।
এলাকায় আর যাতে অশান্তি না হয় সেজন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে দলের গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা হয়েছে কি না সেটাও নিয়েও প্রশ্ন উঠছে। তবে তৃণমূলের একাংশের দাবি সৈয়ব এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী বলে পরিচিত। কেন তাকে এভাবে গুলি করা হল তা পরিষ্কার নয়।
এদিকে সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে ফের গ্রামে গ্রামে উত্তেজনার পারদ চড়ছে। এদিন আদি ও নব্য তৃণমূলের মধ্য়ে তুমুল মারপিট বাসন্তীতে। অন্তত চারজন তৃণমূল কর্মী জখম হয়েছেন। দুজনের মাথা ফেটে গিয়েছে। একাধিক তৃণমূল কর্মী জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সূত্রের খবর, রবিবার সন্ধ্য়ায় এই ঘটনা হয়েছে। মূলত যুব ও মাদারের মধ্যে গণ্ডগোল।
দলের একাংশের মতে, এতদিন অনেকে এলাকা ছাড়া ছিলেন। ফের ভোটের মুখে তারা এলাকায় ফিরতে শুরু করেছেন। এলাকায় ক্ষমতার রাশ কার হাতে থাকবে তা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে। তার জেরেই এই অশান্তি।