বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > হালিশহরে পার্টি অফিসের সামনে তৃণমূল কাউন্সিলরকে মারধরের অভিযুক্ত দলেরই নেতা

হালিশহরে পার্টি অফিসের সামনে তৃণমূল কাউন্সিলরকে মারধরের অভিযুক্ত দলেরই নেতা

প্রতিকি ছবি

পালটা দেবাশিসবাবু বলেন, ‘আমি পার্টি অফিসের সামনে দিয়ে যাচ্ছিলাম। তখন মৃত্যুঞ্জয়বাবু আমাকে উদ্দেশ করে কটূক্তি করেন। আমি প্রতিবাদ করলে নিরাপত্তারক্ষীকে সঙ্গে নিয়ে আমাকে মারতে আসেন।

এবার দলেরই নেতার হাতে আক্রান্ত তৃণমূল কাউন্সিলর। এমনই অভিযোগ হালিশহর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস ওরফে শিবার। তাঁর দাবি তৃণমূল নেতা দেবাশিস পাল বৃহস্পতিবার রাতে তাঁর ওপর হামলা চালিয়েছেন। যদিও পুলিশে কোনও অভিযোগ দায়ের করেননি তিনি। অভিযোগ অস্বীকার করেছেন দেবাশিসবাবু।

মৃত্যুঞ্জয়বাবুর দাবি, বৃহস্পতিবার সন্ধ্যায় হালিশহরের তেঁতুলতলায় পার্টি অফিসে বসে ছিলেন তিনি। তখনই দলবল নিয়ে হামলা চালায় দেবাশিস পাল। এমনকী প্রাণনাশের হুমকিও দেন। তবে দেবাশিসবাবু ছাড়া ঘটনায় যুক্ত কাউকে চিনতে পারেননি তিনি। তাঁর দাবি, ‘আমি এলাকায় পুকুর ভরাট বন্ধ করেছি। বেআইনি নির্মাণ হতে দিচ্ছি না। তাই আমার ওপর দলের একাংশের ক্ষোভ এসে পড়েছে। আমি বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। দলের সমস্ত স্তরে আমি ঘটনার কথা জানিয়েছি।’

পালটা দেবাশিসবাবু বলেন, ‘আমি পার্টি অফিসের সামনে দিয়ে যাচ্ছিলাম। তখন মৃত্যুঞ্জয়বাবু আমাকে উদ্দেশ করে কটূক্তি করেন। আমি প্রতিবাদ করলে নিরাপত্তারক্ষীকে সঙ্গে নিয়ে আমাকে মারতে আসেন। আমি যদি ওকে মারতাম তাহলে কি উনি দাঁড়িয়ে কথা বলতে পারতেন?’

ঘটনার খবর পেয়ে মৃত্যুঞ্জয়বাবুর সঙ্গে দেখা করেন এলাকার প্রাক্তন বিধায়র শুভ্রাংশু রায়।

 

বন্ধ করুন