বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Asit Majumder: তৃণমূলের গ্রুপে বিধায়কের বিরুদ্ধে অভিযোগ, হোয়াটসঅ্যাপ মেসেজ ‘বিতর্কে’ তোলপাড়

Asit Majumder: তৃণমূলের গ্রুপে বিধায়কের বিরুদ্ধে অভিযোগ, হোয়াটসঅ্যাপ মেসেজ ‘বিতর্কে’ তোলপাড়

তৃণমূল কংগ্রেস বিধায়ক অসিত মজুমদার।

যদিও এই ঘটনা নিয়ে হইচই শুরু হওয়ার পরে মেসেজটি গ্রুপ থেকে মুছে দেওয়া হয়। কিন্তু তার স্ক্রিনশট রয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব অবশ্য ওই কাউন্সিলরকে নির্দোষ বলে দাবি করেছে। প্রথমে ওই কাউন্সিলর সংবাদমাধ্যমের কাছে আসতে চাননি। তবে পরে তিনি মেসেজ ডিলিট করার কথা স্বীকার করেছেন। 

তৃণমূল কংগ্রেসেরই একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে দলের এক কাউন্সিলারের পোস্ট করা মেসেজ ঘিরে চুঁচুড়ায় তোলপাড় শুরু হয়েছে। একটি স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আর তাতে দেখা যায়, চুঁচুড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ‘দুয়ারে দুয়ারে সরকার’ নামে একটি গ্রুপে শহরে পুকুর ভরাটের চক্রান্তের সঙ্গে বিধায়ক অসিত মজুমদার এবং প্রাক্তন পুরপ্রধান গৌরীকান্ত মুখোপাধ্যায়কে দায়ী করেছেন। টাকার লেনদেনের অভিযোগ তুলে তাঁদের গ্রেফতারের দাবিও করেছেন। চুঁচুড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুপর্ণা সেন তৃণমূল কংগ্রেস বিধায়ক অসিত মজুমদার ও চুঁচুড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরীকান্ত মুখোপাধ্যায়কে ‘কাটমানিখোর’ বলে সোচ্চার হয়েছেন।

তারপর ঠিক কী ঘটল?‌ যদিও এই ঘটনা নিয়ে হইচই শুরু হওয়ার পরে মেসেজটি গ্রুপ থেকে মুছে দেওয়া হয়। কিন্তু তার স্ক্রিনশট রয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব অবশ্য ওই কাউন্সিলরকে নির্দোষ বলে দাবি করেছে। প্রথমে ওই কাউন্সিলর সংবাদমাধ্যমের কাছে আসতে চাননি। তবে পরে তিনি মেসেজ ডিলিট করার কথা স্বীকার করেছেন। যদিও গোটা ঘটনার পিছনে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

ঠিক কী বলেছেন কাউন্সিলর সুপর্ণা সেন?‌ যদিও এই মেসেজ সম্পর্কে তৃণমূল কাউন্সিলর সংবাদমাধ্যমে বলেন, ‘‌আমি কিছু বলিনি। যা বলার বিধায়কই বলবেন। আমি ডিলিট করে দিয়েছি। আমার যে ভুল হয়েছে সেটা আমি লিখেও দিয়েছি। এটা অনিচ্ছাকৃতভাবে চলে গিয়েছে। আমি দুঃখিত তা দলকেও জানিয়ে দিয়েছি।’‌ তিনি হোয়াটসঅ্যাপ মেসেজে লিখেছেন, ‘‌চুঁচুড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক কাটমানিখোর অসিত মজুমদার চুঁচুড়া বিধানসভায় কাটমানিখোর ভজনকে নিয়ে ১১০টি পুকুর ও জলাজমি বুজিয়ে বিগত পাঁচ বছরে কোটি কোটি টাকা কামিয়েছে। ইডি ও সিবিআইয়ের নজরে থাকা কাটমানিখোর বিধায়ক অসিত মজুমদার জলাভূমি বুজিয়ে প্রোমোটার রাজের প্রজেক্টে ২ কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছেন। অসিত মজুমদারদের গ্রেফতার করতে হবে।’‌

আর কে, কি বলেছেন?‌ এই ঘটনা চাউর হতেই দলের ওয়ার্ড সভাপতি সত্যেন সিনহা বলেন, ‘‌কাউন্সিলরের ফোনটি সম্প্রতি কিছুক্ষণ তাঁর কাছে ছিল না। ওই মেসেজ কাউন্সিলর করেননি। কেমন করে ওই জাতীয় ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।’‌ আর গৌরীকান্তবাবু বলেন, ‘‌ওই কাউন্সিলরকে কেউ বিপদে ফেলতে চাইছে। উনি খুবই ভাল মানুষ এবং দলের অনুগত কর্মী।’‌ বিধায়ক অসিত মজুমদার বলেন, ‘‌আমি পুকুর ভরাট রুখে দিচ্ছি বলেই একটি মহল ষড়যন্ত্র করছে। তারাই পরিকল্পিতভাবে বিতর্ক তৈরি করেছে। এর পিছনে বিজেপি’র হাত আছে।’‌

বন্ধ করুন