জেলায় অন্তর্কলহে জেরবার দল। গোষ্ঠী সংঘর্ষের খবর নিয়মিত জায়গা করে নেয় শিরোনামে। এই পরিস্থিতিতে পঞ্চায়েত ভোটের মুখে তৃণমূল ছেড়ে সিপিএমে ফিরল দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জে তৃণমূলের বুথ সভাপতিসহ প্রায় ৫০টি পরিবার। তৃণমূলের দাবি, নিজের দলের কর্মীদেরই চমক দেওয়ার জন্য ফের যোগদান করিয়েছে সিপিএম।
অমরাবতী গ্রামের তৃণমূলের বুথ সভাপতি শেখ জুব্বারের অভিযোগ, আমফানের ত্রাণ, ১০০ দিনের কাজ থেকে প্রধান মন্ত্রী আবাস যোজনায় এলাকায় লাগামছাড়া দুর্নীতির প্রতিবাদ করেছিলেন তিনি। বদলে দলের অন্দরে হুমকির মুখে পড়তে হয়েছে তাঁকে। মূলত মৎস্যশিকার নির্ভর ফ্রেজারগঞ্জের অধিকাংশ পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। সরকারি সুবিধার ওপর অনেকটা নির্ভর করে থাকেন তাঁরা। দুর্নীতির জেরে সেই মানুষগুলোই বঞ্চিত হচ্ছেন।
শেখ জব্বার বলেন, ‘প্রথম দিন থেকে তৃণমূলটাই করি। কিন্তু একের পর এক প্রকল্পে যে ভাবে দুর্নীতি হতে দেখেছি তাতে আর মানুষের সামনে মুখরক্ষা করতে পারছি না। ফলে পুরনো দলেই ফিরলাম। পঞ্চায়েত নির্বাচনে এলাকায় বামপন্থীদের শক্তিশালী করার কাজ করব।’
স্থানীয় সিপিআইএম নেতা সজল ঘড়ুই বলেন, ‘তৃণমূল যে দুর্নীতি করতেই ক্ষমতায় এসেছে তা এবার মানুষ বুঝতে পারছে। তাই তারা স্বচ্ছতার নজির গড়া বামেদের হাত ধরছে। আগামীতে আরও মানুষ ফিরবেন বলে আশা করি।’