বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > RG Kar Incident: আহত বৃদ্ধের মৃত্যুতে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতিকেই দায়ী করল তৃণমূল কংগ্রেস

RG Kar Incident: আহত বৃদ্ধের মৃত্যুতে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতিকেই দায়ী করল তৃণমূল কংগ্রেস

প্রয়াত সদানন্দ পাল

আবারও তৃণমূল কংগ্রেসের নিশানায় জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি। হুগলির হরিপালের বাসিন্দা এক বৃদ্ধের দুর্ঘটনায় আহত হওয়ার পর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সোশাল মিডিয়ায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। একই সুর বৃদ্ধের ছেলেরও।

দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যুর জন্য আবারও একবার জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতিকেই কাঠগড়ায় তুলল রাজ্যের শাসকদল। হুগলির হরিপালের এই ঘটনায় 'বিনা চিকিৎসায় মৃত্যু'র অভিযোগ তুলেছেন মৃতের ছেলেও। বিষয়টি নিয়ে এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) সরব হয়েছে তৃণমূল কংগ্রেসের মিডিয়া সেল।

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ভেরিফায়েড সোশাল মিডিয়া অ্যাকাউন্টে যে ভিডিয়ো পোস্ট করা হয়েছে, তাতে হরিপাল থানার নালিকুল সিনেমাতলা এলাকার বাসিন্দা প্রয়াত সদানন্দ পালের (৬৩) ছেলের বয়ান রয়েছে। ওই যুবক জানিয়েছেন, বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনার শিকার হন সদানন্দ। পুলিশের পক্ষ থেকে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে হরিপাল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে চুঁচুড়ার হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় বৃদ্ধকে। সেখানে তাঁর সিটি স্ক্যান করানো হয়। চিকিৎসক জানান, সদানন্দের মাথায় গুরুতর আঘাত রয়েছে। অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয়েছে। তাই তাঁর আরও ভালো চিকিৎসা দরকার। এর জন্য তাঁকে কল্যাণী এইমসে রেফার করা হয়। কিন্তু, বৃদ্ধের পরিবারকে ফিরিয়ে দেয় এইমস কর্তৃপক্ষ। পাশাপাশি, কল্যাণী জেএনএম হাসপাতালেও সদানন্দকে ভর্তি করানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন তাঁর ছেলে। বস্তুত, হুগলি ও নদিয়া জেলার কোনও সরকারি হাসপাতালেই বৃদ্ধকে ভর্তি করানো যায়নি।

এই অবস্থায় জেলা থেকে সরাসরি কলকাতায় চলে আসেন সদানন্দের পরিবারের সদস্যরা। বৃদ্ধকে নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজে পৌঁছন তাঁরা। কিন্তু, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি চলায় সেখানেও তাঁর বাবাকে ভর্তি করানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন সদানন্দের ছেলে। পরবর্তীতে বারাসতের একটি হাসপাতালে ভর্তি করা হয় দুর্ঘটনায় আহত ওই বৃদ্ধকে। ২৯ অগস্ট সেখানেই মৃত্যু হয় তাঁর। গোটা বিষয়টি সমাজমাধ্যমে তুলে ধরে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকেই দায়ী করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

প্রসঙ্গত, ইতিমধ্যেই কোন্নগরের বাসিন্দা এক যুবকের মৃত্যুর ঘটনায় আর জি কর হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসা পরিষেবা না দেওয়ার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। যার তীব্র বিরোধিতা করেছে আর জি কর হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে সোশাল মিডিয়ায় তৃণমূল বনাম বিজেপির ভার্চুয়াল যুদ্ধও শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালতও। সেই আবহে হরিপালের সদানন্দ পালের মৃত্যু বিতর্কে আরও ইন্ধন জোগাবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

বাংলার মুখ খবর

Latest News

Relationship Tips: বার বার সরি বলা থেকে কীভাবে রেহাই পাবেন? শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিন্দু কলেজের প্রাক্তনী, জানেন তাঁর পরিচয় শনিবারের বৈঠকে দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বিএনপি ও বাম দলগুলির পরামর্শ নেবেন ইউনুস ভারতকে হারানোর ‘হুঁশিয়ারি’ দিয়েছিলেন শান্ত, টাইগার বধের পর মিমের ছড়াছড়ি ….চাইব তাড়াতাড়ি আউট হয়ে ফিরে এসো; বাংলাদেশের ক্রিকেটারের সঙ্গে মজা গাভাসকরের চিকিৎসকদের ঘাড় ধরে ঘরে তালাবন্দি রাখার হুঁশিয়ারি, বিতর্কে বিজেপি বিধায়ক যার আশ্রমে পদপিষ্ট হয়ে মারা গেলেন শতাধিক, সেই ভোলে বাবার নাম নেই চার্জশিটে ‘এত সাহস হয় কী করে! আমি এখনও আছি…’ অবসরের আগে আইনজীবীকে ধমক প্রধান বিচারপতির দেবীপক্ষেই বিয়ে সারছেন, কনের বেশে তৈরি রূপসা, বর বেশে সায়নদীপ কি হাজির? অগ্নিবীর নিয়ে মিথ্যা ছড়ানো হচ্ছে, হরিয়ানায় ভোটের আগে রাহুলকে বিঁধলেন রাজনাথ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.