আবাস যোজনার টাকার কাটমানি খেয়েছেন তৃণমূল নেতারা। প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে একথা স্বীকার করে নিলেন রাজ্যের মন্ত্রী। শনিবার বারাসত ১ নম্বর ব্লকের বামনগাছিতে দলের বিজয়া সম্মিলনীতে এব্যাপারে দলের কর্মীদের সতর্ক করেন রাজ্যের খাজ্যমন্ত্রী রথীন ঘোষ।
এদিন রথীনবাবুকে বলতে শোনা যায়, ‘প্রধানমন্ত্রী আবাস যোজনার এক লাখ কুড়ি হাজার টাকার মধ্যে অনেকে আবার ১০ হাজার টাকা করে কাটমানি খেয়েছেন। এটা দল কখনও মেনে নেবে না।’ যদিও পরে এব্যাপারে সাংবাদিকরা প্রশ্ন করলে রথীনবাবু বলেন, এটা দলের অভ্যন্তরীণ ব্যাপার। এব্যাপারে প্রকাশ্যে মন্তব্য করবেন না তিনি।
ওদিক বারাসতের কদম্বগাছিতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ নিয়ে দলকে সতর্ক করেন স্থানীয় সাংসদ কাকলি ঘোষ দোস্তিদার। তিনি বলেন, ‘নিজের জমিতে নিজেরা চাষ করুন। অন্যের জমিতে তাকাবেন না। নিজের জমিতে চাষ করুন, পুকুর থাকলে মাছ চাষ করুন। এগুলো বিজেপির কিছু লোক করাচ্ছে। এব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।’
বলে রাখি, প্রধানমন্ত্রী আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ নতুন নয়। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর প্রকাশ্য সভা থেকে কাটমানি ফেরত দিতে বলেছিলেন মমতা। তার পর রাজ্যজুড়ে বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল নেতারা।