সম্প্রতি বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে একটি চুরির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। তাকে হাতিয়ার করে লাগাতার প্রচার চালাচ্ছে তৃণমূল। কোচবিহার জেলায় মিছিল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে ‘চোর ধরো জেল ভরো’ পোস্টার লাগিয়েছে তৃণমূল। শাসক দলের এই মিছিল, পোস্টার ঘিরে কোচবিহারের রাজনৈতিক তরজা তুঙ্গে।
মঙ্গলবার সকাল থেকেই কোচবিহার শহরের বিভিন্ন জায়গায় এই পোস্টার চোখে পড়ে। পোস্টারে লেখা রয়েছে, ‘চোর ধরো জেল ভরো, সোনার দোকানে চুরির সঙ্গে যুক্ত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কোচবিহারের লজ্জা।’ এর পাশাপাশি তুফানগঞ্জে ‘চোর ধরো জেল ভরো’ স্লোগান তুলে মিছিল করে তৃণমূল। মিছিলে নিশীথকে গ্রেফতার এবং তাঁর পদত্যাগের দাবি তোলেন তৃণমূল নেতারা।
এ বিষয়ে তৃণমূলের কোচবিহার জেলার সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, ‘সাংসদ নিশীথ প্রামাণিক আমাদের লজ্জা। চুরির মামলায় আদালতে হাজির না হয়ে উনি বিভিন্ন জায়গায় বেড়াচ্ছেন। উনি সাংসদের ভূমিকাই পালন করেন না।’ যদিও তৃণমূলের এই কর্মসূচিকে গুরুত্ব দিয়ে নারাজ নিশীথ। তিনি বলেন, ‘রাজনীতি করতে গেলে অনেকের নামে মিথ্যে মামলা করা হয়ে থাকে। এটা খুব খারাপ। তবে আইন যা বলবে তা মেনে চলতেই হবে। আমি নিজেও আইন মেনে চলি এবং সম্মান করি।
প্রসঙ্গত, বছর খানেক আগে আলিপুরদুয়ারে একটি সোনার দোকানে চুরির ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রামাণিকের নাম জড়িয়ে পড়ে। এই ঘটনায় আলিপুরদুয়ার জেলা আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।