বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > তৃণমূলের দ্বন্দ্বের জের! কোচবিহারে 'ভ্যানিশ' হয়ে গেল দলের জেলা কার্যালয়

তৃণমূলের দ্বন্দ্বের জের! কোচবিহারে 'ভ্যানিশ' হয়ে গেল দলের জেলা কার্যালয়

জেলা কার্যালয়ের উপর ব্যানার টাঙিয়ে লেখা হয়েছে ওয়ার্ড কার্যালয়ের কথা  (সংগৃহীত)

দলের একাংশের মতে, জেলায় রবি-পার্থর দ্বন্দ্বের আঁচ এবার পড়েছে জেলা কার্যালয়ের উপর

কোচবিহারের তৃণমূলের অন্দরে তীব্র কোন্দল নতুন কিছু নয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ফের তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতীম রায়ের সঙ্গে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের দ্বন্দ্ব চরমে উঠেছে। আর সেই কোন্দলের আঁচ গিয়ে পড়েছে দলের জেলা কার্যালয়ের উপর। দল সূত্রে খবর, কোচবিহার শহরের মা ভবানী চৌপথি সংলগ্ন এলাকাতেই এতদিন দলের জেলা কার্যালয় ছিল। সেখানেই দলের জেলা কমিটির যাবতীয় মিটিং এতদিন হয়েছে। রবীন্দ্রনাথ ঘোষ জেলা সভাপতি থাকাকালীনও এখানে মিটিং হয়েছে। সম্প্রতি একাধিক অনুষ্ঠানে এই জেলা কার্যালয়ের সামনেই দলীয় পতাকা উত্তোলন করেছেন দলের জেলা সভাপতি পার্থপ্রতীম রায়।

 এদিকে সেই কার্যালয়ের সামনেই বুধবার রবীন্দ্রনাথ ঘোষের উদ্যোগে শহিদ স্মরণের অনুষ্ঠান ছিল। এদিকে সেই অনুষ্ঠানে গিয়ে কর্মীরা দেখেন দলের জেলা কার্যালয়ের সাইবোর্ড উধাও হয়ে গিয়েছে। তার জায়গায় ব্যানারে লেখা রয়েছে দলের ৮ নম্বর ওয়ার্ড কার্যালয়। ভেতরে নানা ধরনের জিনিসপত্র রাখা হয়েছে। এখানেই প্রশ্ন উঠছে তবে কি রাতারাতি আস্ত জেলা কার্যালয় ভ্য়ানিশ হয়ে গেল। তবে রবি অনুগামীদের দাবি, নতুন করে জেলা পার্টি অফিসের বোর্ড তৈরি হচ্ছে। 

তবে দলের নীচু তলার কর্মীদের মতে দলের অন্দরে কাকা-ভাইপোর দ্বন্দ্বের আঁচ এবার দলের কার্যালয়ের উপর গিয়ে পড়েছে। এই ৮ নম্বর ওয়ার্ডেই প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বাড়ি। সেকারণেরই এই কার্যালয়টিকে ৮ নম্বর ওয়ার্ড কার্যালয় হিসাবে ধাপে ধাপে ঘোষণা করা হচ্ছে। অন্য়দিকে দল সূত্রে খবর,  জেলা কার্যালয়ের জমি নিয়ে কিছুটা সমস্যা রয়েছে। জেলা সভাপতি পার্থপ্রতীম রায়ের অনুগামীরা ইতিমধ্যেই বিকল্প জমির খোঁজ শুরু করেছেন। 

 

বাংলার মুখ খবর

Latest News

‘অশৌচ’ বলেও বাড়িতে পুজোর আয়োজন! কারণ জানাতেই ট্রোলড, পোস্ট মুছলেন শ্রুতি বালিগঞ্জ ২১পল্লির পুজোয় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছেলের ছবি দিয়ে কী বললেন সুদীপা? ‘চোখের সামনে খুনি গর্ভমেন্ট দুর্গাপুজো উৎসবের উদ্বোধনে ব্যস্ত, আর আমরা চুপ কেন?' এই টুকটুকে লাল ফলই নানা রোগের মুশকিল আসান! কিন্তু মেলে বছরে মাত্র দু'মাস রাজ্য সরকারকে দেওয়া হল চূড়ান্ত সময়সীমা, কর্মবিরতি তুলে নিলেন জুনিয়র ডাক্তাররা বিরাট সাফল্য! ছত্তিশগড়ের জঙ্গলে নিরাপত্তাবাহিনীর হাতে খতম অন্তত ৩০ মাওবাদী পুজোর দিনেও বাড়ির আনাচে কানাচে পিঁপড়ের উৎপাত? রেহাই দেবে এই সহজ ঘরোয়া উপায় রান্নাঘরে সিঙ্কের তলায় এসব কেউ জমায়! পুজোয় ঘর সাফাইয়ের গোড়ায় কী কী ফেলে দেবেন ‘রাতে আমার বেডরুমে…’, বলিউডের প্রথম সারির নায়কের হাতে হেনস্থার শিকার হন মল্লিকা ‘‌আমি দশ বছর ধরে লড়াই করছি’‌, বাংলা ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি নিয়ে দাবি মমতার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.