কোচবিহারের তৃণমূলের অন্দরে তীব্র কোন্দল নতুন কিছু নয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ফের তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতীম রায়ের সঙ্গে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের দ্বন্দ্ব চরমে উঠেছে। আর সেই কোন্দলের আঁচ গিয়ে পড়েছে দলের জেলা কার্যালয়ের উপর। দল সূত্রে খবর, কোচবিহার শহরের মা ভবানী চৌপথি সংলগ্ন এলাকাতেই এতদিন দলের জেলা কার্যালয় ছিল। সেখানেই দলের জেলা কমিটির যাবতীয় মিটিং এতদিন হয়েছে। রবীন্দ্রনাথ ঘোষ জেলা সভাপতি থাকাকালীনও এখানে মিটিং হয়েছে। সম্প্রতি একাধিক অনুষ্ঠানে এই জেলা কার্যালয়ের সামনেই দলীয় পতাকা উত্তোলন করেছেন দলের জেলা সভাপতি পার্থপ্রতীম রায়।
এদিকে সেই কার্যালয়ের সামনেই বুধবার রবীন্দ্রনাথ ঘোষের উদ্যোগে শহিদ স্মরণের অনুষ্ঠান ছিল। এদিকে সেই অনুষ্ঠানে গিয়ে কর্মীরা দেখেন দলের জেলা কার্যালয়ের সাইবোর্ড উধাও হয়ে গিয়েছে। তার জায়গায় ব্যানারে লেখা রয়েছে দলের ৮ নম্বর ওয়ার্ড কার্যালয়। ভেতরে নানা ধরনের জিনিসপত্র রাখা হয়েছে। এখানেই প্রশ্ন উঠছে তবে কি রাতারাতি আস্ত জেলা কার্যালয় ভ্য়ানিশ হয়ে গেল। তবে রবি অনুগামীদের দাবি, নতুন করে জেলা পার্টি অফিসের বোর্ড তৈরি হচ্ছে।
তবে দলের নীচু তলার কর্মীদের মতে দলের অন্দরে কাকা-ভাইপোর দ্বন্দ্বের আঁচ এবার দলের কার্যালয়ের উপর গিয়ে পড়েছে। এই ৮ নম্বর ওয়ার্ডেই প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বাড়ি। সেকারণেরই এই কার্যালয়টিকে ৮ নম্বর ওয়ার্ড কার্যালয় হিসাবে ধাপে ধাপে ঘোষণা করা হচ্ছে। অন্য়দিকে দল সূত্রে খবর, জেলা কার্যালয়ের জমি নিয়ে কিছুটা সমস্যা রয়েছে। জেলা সভাপতি পার্থপ্রতীম রায়ের অনুগামীরা ইতিমধ্যেই বিকল্প জমির খোঁজ শুরু করেছেন।