বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > অঙ্গনওয়াড়ির জায়গায় তৈরি হল পার্টি অফিস, জন্মদিনে গোষ্ঠীদ্বন্দে জেরবার তৃণমূল

অঙ্গনওয়াড়ির জায়গায় তৈরি হল পার্টি অফিস, জন্মদিনে গোষ্ঠীদ্বন্দে জেরবার তৃণমূল

পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কর্মীরাই।

তৃণমূলের একাংশের দাবি, দত্তপুকুর ১ নম্বর অঞ্চলের ওই চালা ঘরে অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি হওয়ার কথা ছিল। কিন্তু শনিবার তারা দেখেন, রাতারাতি সেই ঘর রং করে তৃণমূলের পার্টি অফিসের রূপ দেওয়া হয়েছে। রবিবার দলের প্রতিষ্ঠা দিবসের সকালে তার উদ্বোধন হওয়ার কথা ছিল।

দলীয় কোন্দলের জেরে অঙ্গনওয়াড়ি কেন্দ্র হয়ে গেল পার্টি অফিস। পালটা সেই পার্টি অফিসে তালা ঝোলাল তৃণমূলেরই একাংশ। বছরের প্রথম দিন প্রতিষ্ঠা দিবসে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে গোষ্ঠীকোন্দলে ল্যাজেগোবরে তৃণমূল। দলের নেতারা বিষয়টিকে হালকা করার চেষ্টা করলেও মানতে নারাজ বিজেপি।

তৃণমূলের একাংশের দাবি, দত্তপুকুর ১ নম্বর অঞ্চলের ওই চালা ঘরে অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি হওয়ার কথা ছিল। কিন্তু শনিবার তারা দেখেন, রাতারাতি সেই ঘর রং করে তৃণমূলের পার্টি অফিসের রূপ দেওয়া হয়েছে। রবিবার দলের প্রতিষ্ঠা দিবসের সকালে তার উদ্বোধন হওয়ার কথা ছিল। সেকথা জেনে রাতেই পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেয় তৃণমূলের আরেক অংশ। সকালে এই নিয়ে এলাকায় উত্তেজনা ছড়ালে হাজির হন ব্লক স্তরের নেতারা। দুপক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করেন তাঁরা।

তৃণমূল নেতা অরিন্দম মুখোপাধ্যায় গোষ্ঠীদ্বন্দের কথা স্বীকার করে নিয়ে বলেন, ‘এখানে একটা ইগো সমস্যা হয়েছে। একদল চাইছে পার্টি অফিস, আরেক দল অঙ্গনওয়াড়ি কেন্দ্র। বিবাদ মেটাতে আপাতত পার্টি অফিসের চাবি অঞ্চল সভাপতিকে হস্তান্তর করা হয়েছে। সব পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হবে।’

পালটা বিজেপির কটাক্ষ, যারা জন্মদিনেও গোষ্ঠীকোন্দলে জড়ায় তারা রাজ্যের মানুষের কী ভালো করবে?

 

বন্ধ করুন