বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > TMC Clash: বসিরহাটে শাসকদলের গোষ্ঠী সংঘর্ষে শুটআউট, গুলিবিদ্ধ পুলিশকর্মী, গ্রেফতার ৪১

TMC Clash: বসিরহাটে শাসকদলের গোষ্ঠী সংঘর্ষে শুটআউট, গুলিবিদ্ধ পুলিশকর্মী, গ্রেফতার ৪১

গুলিবিদ্ধ হলেন বসিরহাট থানার কনস্টেবল। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস)

শাকচুড়া বাজারের টাকি রোডে এই তৃণমূল কংগ্রেসের কার্যালয়। সেখানেই এদিন রাতে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে তুমুল গণ্ডগোল হয় বলে অভিযোগ। রাত বাড়তেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। তখনই গুলি চলে বলে অভিযোগ। আহত পুলিশকর্মীকে প্রথমে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তৃণমূল কংগ্রেসের বিবাদ ঠেকাতে গিয়ে গুলিবিদ্ধ হলেন বসিরহাট থানার কনস্টেবল। এই ঘটনায় তৃণমূল কংগ্রেস নেতার ছেলে–সহ ৪১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তৃণমূল কংগ্রেস নেতার ছেলেই গুলি চালায় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার পর উদ্ধার হয়েছে ৩টি আগ্নেয়াস্ত্র এবং দু’‌রাউন্ড গুলি। এই গুলি চলে বসিরহাটে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের কাছেই। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষ থামাতে গিয়েই গুলিবিদ্ধ হয়েছেন এক পুলিশকর্মী। তাঁর ঘাড়ে গুলি লেগেছে বলে খবর। সোমবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে বসিরহাট থানার শাঁকচুড়ার বাজারের কাছে।

ঠিক কী ঘটেছে বসিরহাটে?‌ স্থানীয় সূত্রে খবর, তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দলের জেরে উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় বসিরহাট থানার অনন্তপুর ফাঁড়ির পুলিশ। সেখানেই হঠাৎ গুলির চলার শব্দ শোনা যায়। আর সেই গুলিতে আহত হন ওই পুলিশ ফাঁড়ির কনস্টেবল প্রভা সর্দার। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকাতার আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আর কী জানা যাচ্ছে?‌ শাকচুড়া বাজারের টাকি রোডে এই তৃণমূল কংগ্রেসের কার্যালয়। সেখানেই এদিন রাতে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে তুমুল গণ্ডগোল হয় বলে অভিযোগ। রাত বাড়তেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। তখনই গুলি চলে বলে অভিযোগ। আহত পুলিশকর্মীকে প্রথমে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে আরজি কর মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়। ঘটনাস্থলে রয়েছেন বসিরহাটের পুলিশ সুপার জেবি থমাস কে, রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার গৌতম বন্দ্যোপাধ্যায়। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।

ঠিক কী বক্তব্য তৃণমূল কংগ্রেসের?‌ এই ঘটনার পর স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা কুতুবুদ্দিন গাজীর সাফাই, তৃণমূল কংগ্রেসের এক নেতা বাজার থেকে ফিরছিলেন। তখন তাঁকে কেউ বন্দুক দেখায়। এরপরই পুলিশ ঘটনাস্থলে আসে। আর গুলি চললে গুলিবিদ্ধ হন এক পুলিশ কর্মী। এই ঘটনার পর পুলিশ তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ঢোকে।

বাংলার মুখ খবর

Latest News

স্বাস্থ্যসাথী কার্ড ফেরাতে পারবে না বেসরকারি হাসপাতালগুলি, কড়া নির্দেশ মমতার AFG vs NZ 4th Day: ফের বৃষ্টি, ভেস্তে গেল চতুর্থ দিনের ম্যাচ! এখনও টস করা গেল না বুধের স্বরাশিতে গমনে ভাদ্র রাজযোগ, মিথুন-সহ এই ৫ রাশির কর্মজীবনে আসবে সাফল্য গভীর রাতে স্বাস্থ্য ভবনের সামনে অসুস্থ পুলিশকর্মী, চিকিৎসা করলেন প্রতিবাদীরা দাদা ইউভানের জন্মদিনে ইয়ালিনির মুখ প্রকাশ্যে! রাজ না শুভশ্রী, কার মতো দেখতে খুদে স্বাস্থ্য ভবনে পাহারারত মহিলা পুলিশকে প্রাণে বাঁচাল আন্দোলনে থাকা জুনিয়র ডাক্তার ভালো কিছু করতে চেয়েছিলাম, ভবিষ্যত বলবে আমি কতটা ঠিক ছিলাম: ইগর স্টিম্যাচ বাংলায় প্রথম ই–বর্জ্য প্লান্ট চালু হতে চলেছে, সোনারপুরেই আগামী বছর গড়ে উঠবে বাস চালকদের সঙ্গে ডাক্তারদের 'তুলনা' দেবাংশুর! বিতর্কিত পোস্ট তৃণমূল নেতার তারকা ফুটবলারের থেকে বিপুল অঙ্কের টাকার তোলাবাজি! বিচারের মুখোমুখি পল পোগবার ভাই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.