আগামী ১৩ নেভম্বর বাংলার ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। আরজি কর কাণ্ডের আবহে দলের জনসমর্থনে ভাটা পড়েছে কি না, তা জানার জন্য এই উপনির্বাচন শাসকদলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই উপনির্বাচনের অন্যতম আসন হল হাড়োয়া। এই আসনটি এর আগে তৃণমূল কংগ্রেসেরই ছিল। হাজি নুরুল ইসলাম বসিরহাট লোকসভা কেন্দ্রে জয়ের পরে হড়োয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। পরে সাংসদ থাকাকালীন অবস্থায় তিনি গত ২৫ সেপ্টেম্বর প্রয়াত হয়েছেন। এই আবহে হাড়োয়া কেন্দ্রটি তৃণমূলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্দেশখালি বিতর্কের মাঝে বসিরহাট কেন্দ্রে তৃণমূলের জয় সেই ইস্যুটিকে 'চাপা' দিতে সাহায্য করে। এই সবের মাঝে হাড়োয়া কেন্দ্রে প্রার্থী বাছাই নিয়ে 'অন্তর্দ্বন্দ্ব' শুরু দলে। (আরও পড়ুন: বিদ্রোহী দলীয় সাংসদ, উপনির্বাচনের মুখে উত্তরবঙ্গে অস্বস্তিতে বিজেপি?)
আরও পড়ুন: ৩ বছর বয়সিকে যৌন নিগ্রহ কাটোয়ায়, নির্যাতিতার যৌনাঙ্গে মিলল রক্তের দাগ
আরও পড়ুন: বেসিকের ১০০% পর্যন্ত অতিরিক্ত 'ভাতা' মিলবে এবার, নির্দেশিকা জারি সরকারের
জানা গিয়েছে, হাড়োয়ায় প্রার্থী বাছাইকে কেন্দ্র করে ফ্লেক্স পড়েছে। যা ঘিরে অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। উল্লেখিত ফ্লেক্সে লেখা - 'আসন্ন ১২১ হাড়োয়া বিধানসভার উপনির্বাচনে হাড়োয়া বিধানসভার ভূমিপুত্রকে প্রার্থী হিসেবে দেখতে চায় হাড়োয়া বিধানসভা সাধারণ জনগণ।' প্রসঙ্গত, এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হওয়ার দৌড়ে আছেন হাজি নজরুলের বড় ছেলে আনারুল ইসলাম এবং মেজো ছেলে রবিউল ইসলাম। হাজি নজরুলের দুই পুত্র ছাড়াও প্রার্থী হওয়ার দৌড়ে রয়েছেন স্থানীয় বেশ কয়েক জন নেতা। (আরও পড়ুন: আরজি করে চিকিৎসক খুন পরিকল্পিত? মিলল সূত্র, তাহলে চার্জশিটে শুধু সঞ্জয়ের নাম কেন)
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে সন্দীপ-অভিজিতের 'কীর্তি' ফাঁস, CBI-এর হাতে 'মুছে ফেলা' প্রমাণ
আরও পড়ুন: সাগরে 'ঘূর্ণাবর্তের মেলা', বাংলার দিকে কি ধেয়ে আসবে ঘূর্ণিঝড় 'দানা'?
জানা গিয়েছে, হাড়োয়া ব্লক তৃণমূলের সভাপতি শফিক আহমেদ, মিনাখাঁ ব্লক যুব তৃণমূলের সভাপতি আব্দুল খালেক মোল্লা, বারাসত-২ ব্লক তৃণমূলের সভাপতি শম্ভুনাথ ঘোষ, বামফ্রন্ট সরকারের প্রাক্তন মন্ত্রী মোর্তাজা হোসেন, বসিরহাট উত্তরের প্রাক্তন বিধায়ক এটিএম আব্দুল্লারাও টিকিট পাওয়ার দৌড়ে আছেন। অপরদিকে নুরুলের মেজো ছেলে রবিউল সম্প্রতি জেলা পরিষদ সদস্যের পদ থেকে ইস্তফা দিয়েছেন। আবার তাঁর হয়ে রাজ্যের এক মন্ত্রী এবং এক সাংসদ তৃণমূলর শীর্ষ নেতৃত্বের কাছে সুপারিশও করেছেন। এদিকে হাড়োয়া কেন্দ্রের জন্যে ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাকিমের নাম নিয়েও আলোচনা চলছে বলে দাবি করা হয় রিপোর্টে। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে বেশ ঘনঘন সেখানে যেতেন প্রিয়দর্শিনী। সেই সময়ও একটা গুঞ্জন শোনা গিয়েছিল যে তাঁকে হয়ত লোকসভায় বসিরহাট থেকে প্রার্থী করা হতে পারে। জানা যাচ্ছে, প্রার্থিপদ নিয়ে স্থানীয় নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব মেটাতে কলকাতা থেকে প্রিয়দর্শিনীকে প্রার্থী করার বিষয়ে ভাবনাচিন্তা চলছে। আর এরই মধ্যে 'বহিরাগত প্রার্থী'র বিরুদ্ধে ফ্লেক্স পড়েছে এলাকায়।