বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও অঞ্চল সভাপতির বিবাদে পড়ল পেটো, অপহৃত পঞ্চায়েত সদস্য

তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও অঞ্চল সভাপতির বিবাদে পড়ল পেটো, অপহৃত পঞ্চায়েত সদস্য

পঞ্চায়েত অফিসের সামনে জনতার ভিড়।

বোমাবাজির ঘটনার পর খয়রামারি পঞ্চায়েতের সদস্য আলতাফুর রহমানকে অপহরণের অভিযোগ ওঠে খয়রামারি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নাসিরউদ্দিন বিশ্বাস এবং তার অনুগামীদের বিরুদ্ধে।

তৃণমূলের সভায় পঞ্চায়েত প্রধান এবং অঞ্চল সভাপতির বচসাকে কেন্দ্র করে বোমাবাজিতে অগ্নিগর্ভ হয়ে উঠল মুর্শিদাবাদের জলঙ্গি থানার খয়রামারি এলাকা। সভায় তৃণমূলের অঞ্চল সভাপতি নাসিরউদ্দিন বিশ্বাসের সঙ্গে খয়রামারি পঞ্চায়েতের প্রধান হাসিনা বানুর বাকবিতণ্ডা হয়। এর পর পঞ্চায়েত অফিসের সামনে পরপর দুটি বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ খয়রামারি পঞ্চায়েত প্রধান হাসিনা বানুর। অভিযোগের তির অঞ্চল সভাপতি নাসিরউদ্দিন বিশ্বাস এবং তাঁর অনুগামীদের দিকে।

বোমাবাজির ঘটনার পর খয়রামারি পঞ্চায়েতের সদস্য আলতাফুর রহমানকে অপহরণের অভিযোগ ওঠে খয়রামারি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নাসিরউদ্দিন বিশ্বাস এবং তার অনুগামীদের বিরুদ্ধে। যদিও ডোমকল মহাকুমা পুলিশ প্রশাসনের বিশাল বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই অপহৃত পঞ্চায়েত সদস্য আলতাফুর রহমানকে খুঁজে পাওয়া যায় বলে জানা গিয়েছে। ওই পঞ্চায়েত সদস্যকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছন ডোমকল মহাকুমা আরক্ষা আধিকারিক ফারুক মোহাম্মদ চৌধুরী-সহ ডোমকল মহাকুমা পুলিশের বিশাল বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশবাহিনী। ঘটনার জেরে চাপা উত্তেজনা রয়েছে এলাকাজুড়ে।

 

বন্ধ করুন