বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > TMC Inner Clash in Cooch Behar: দলীয় কার্যলয় দখল ঘিরে সংঘর্ষ তৃণমূলের দুই গোষ্ঠীর, উত্তপ্ত শীতলকুচি

TMC Inner Clash in Cooch Behar: দলীয় কার্যলয় দখল ঘিরে সংঘর্ষ তৃণমূলের দুই গোষ্ঠীর, উত্তপ্ত শীতলকুচি

দলীয় কার্যলয় দখল ঘিরে সংঘর্ষ তৃণমূলের দুই গোষ্ঠীর, উত্তপ্ত শীতলকুচি (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

তৃণমূল কংগ্রেসের লালবাজার অঞ্চল কমিটির চেয়ারম্যান গোলাম রাব্বানি ঘনিষ্ঠ ও লালবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী হাইনুল মিয়াঁর ঘনিষ্ঠরা একে অপরের ওপর চড়াও হয় সোমবার রাতে।

কোচবিহারের শীতলকুচিতে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধল। জানা গিয়েছে, দলীয় অফিস দখল করা নিয়ে দুই গোষ্ঠীর এই সংঘর্ষ বাঁধে। রিপোর্ট অনুযায়ী, সোমবার রাতে শীতলকুচি ব্লকের লালবাজার গ্রাম পঞ্চায়েতের হরিণকুচি বাজারে ঘাসফুল শিবিরের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে।

জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের লালবাজার অঞ্চল কমিটির চেয়ারম্যান গোলাম রাব্বানি ঘনিষ্ঠ ও লালবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী হাইনুল মিয়াঁর ঘনিষ্ঠরা একে অপরের ওপর চড়াও হয় সোমবার রাতে। প্রসঙ্গত, হরিণকুচি বাজারের কার্যায়লটি নাকি ব্যবহার করতেন হাইনুল মিয়াঁর ঘনিষ্ঠরা ব্যবহার করতেন। অঞ্চল কমিটি ঘোষণা হওয়ার পর দলীয় কার্যালয়টি তালাবন্ধ হয়।

জানা গিয়েছে, বন্ধ হয়ে যাওয়া অফিস খুলতে হরিণকুচি গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন ও সংগঠনের ব্লক সভাপতি তপন কুমার গুহ। তালা ভেঙে ফের কর্মীদে বসতে বলা হয় কার্যালয়ে। এরপরই সোমবার ফের অফিস দখল ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষ বাঁধে। জানা যায়, কার্যালয়ের চেয়ার, টেবিল ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার পুলিশ। ঘটনায় দুই তৃণমূল সমর্থক জখম হয়েছেন।  একজনের চোট গুরুতর হওয়ায় তাঁকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজে পাঠানো হয়। 

জানা যায়, সোমবার সন্ধ্যেয় পার্টি অফিসে যান নতুন অঞ্চল চেয়ারম্যান গোলাম রব্বানি। তাঁর অভিযোগ, পার্টি অফিসে পা রাখার পরেই একদল কর্মী, সমর্থক সেখানে ঢুকে ভাঙচুর চালাতে শুরু করে। যদিও গোলাম রব্বানির বিরোধী গোষ্ঠীর দাবি, লোকসভা ভোটের সময় অঞ্চলের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছিলেন রব্বানি। তবে এতদিনে একবারও উনি এলাকায় আসেননি। তবে পঞ্চায়েত ভোট ঘনিয়ে আসতেই উনি পার্টি অফিসে এসেছেন। এই নিয়ে দলীয় কর্মীদের একাংশ ক্ষুব্ধ।

 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

ধনু-মকর-কুম্ভ-মীনের রবিবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল প্রয়াত প্রাক্তন প্রফেসর জিএন সাইবাবা, অভিযোগ ছিল মাওবাদী সংযোগের পকেটে রাখতেন দুই খানকে, সলমন-শাহরুখের ঝগড়া মেটানো বাবা সিদ্দিকিকে গুলি করে খুুন 'আনিসুর নিজেকে সাগ্নিক বলে পরিচয় দেয়', ত্রিধারা-কাণ্ডে দাবি TMC-র! ‘CPIM মানেই…' অনশনকারী এক চিকিৎসক অসুস্থ, পেটে প্রবল যন্ত্রণা, অবস্থার অবনতি, ভর্তি CCU-তে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে সেমির সম্ভাবনা উজ্জ্বল করল দক্ষিণ আফ্রিকা সুদীপার রক্ত মিশিয়ে রঙ হয় দুর্গা প্রতিমায়! দশমীতে সিঁদুরে রাঙা অগ্নিদেব ঘরণী ‘‌আগের থেকে ছেলে অনেকটাই সুস্থ’‌, ছেলে অনিকেতের সঙ্গে দেখা করে জানালেন বাবা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.