বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > TMC Inner Fight: ‘গ্রাম দখলে আসেন মন্ত্রী’, সিদ্দিকুল্লার বিরুদ্ধে বিস্ফোরক প্রাক্তন ব্লক সভাপতি

TMC Inner Fight: ‘গ্রাম দখলে আসেন মন্ত্রী’, সিদ্দিকুল্লার বিরুদ্ধে বিস্ফোরক প্রাক্তন ব্লক সভাপতি

রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লার বিরুদ্ধে বিস্ফোরক প্রাক্তন ব্লক সভাপতি

মেমারি দু'নম্বর ব্লকের প্রাক্তন সভাপতি তথা জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ মহম্মদ ইসমাইল বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর বিরুদ্ধে। 

পঞ্চায়েত নির্বাচনের বাকি আক হাতে গোনা কয়েক মাস। তার আগে তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থকদের উদ্দেশে গোষ্ঠীকোন্দল থেকে বিরত থাকার বার্তা দিয়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে বারংবার প্রকাশ্যে চলে এসেছে দলের অন্তরকলহ। এই আবহে এবার রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন মেমারি দু'নম্বর ব্লকের প্রাক্তন সভাপতি তথা জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ মহম্মদ ইসমাইল। তাঁর অভিযোগ, তৃণমূলের পুরোনো কর্মীদের বাদ দিয়ে বিজেপি, সিপিএম থেকে আসা কর্মীদের নিয়ে মিছিল সমাবেশ করছেন মন্ত্রী।

ইসমাইল এই বিষয়ে অভিযোগ জানান, ৮ নভেম্বর মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী মেমারি ২ নং ব্লকে একটি র‍্যালি করেছিলেন। সেই রালিতে ১৪৩ জন লোক হয়েছিল। এই মিছিলে তৃণমূল কংগ্রেসের কোনও পুরনো কর্মীদের দেখা যায়নি। যারা সিপিএম এবং বিজেপি থেকে তৃণমূলে সদ্য যোদ দিয়েছেন, এমন লোকেদের নিয়ে এই মিছিল হয়। ইসমাইলের আরও অভিযোগ, মন্ত্রী জনসংযোগ করতে আসেননি, তাঁর মূল উদ্দেশ্য ছিল গ্রাম দখল করা।

ইসমাইল বলেন, ‘ওই মিছিলে ব্লক সভাপতি হরিসাধন ঘোষ, আইএনটিটিইউসি সভাপতি তথা ব্লকের মহিলা নেত্রী ছাড়া আর কেউ উপস্থিত ছিল না। স্থানীয় পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, এবং পঞ্চায়েতের কোনও সদস্য সেখানে ছিল না। এর থেকে বোঝা যায় মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী দলের পুরনো কর্মীদের কাউকেই ডাকেনি।’ মন্তেশ্বরের বিধায়ককে নিশানা করে প্রাক্তন ব্লক সভাপতি আরও বলেন, ‘যাঁরা দুর্দিনে মার খেয়ে পার্টি করেছিলেন, তাঁদের সরিয়ে দেওয়া হচ্ছে। দলের ভাবমূর্তি নষ্ট করার জন্যই ময়দানে নেমেছেন মন্ত্রী।’ এদিকে সিপিএম এবং বিজেপি থেকে আসা কর্মীদের সঙ্গে মিছিল করার অভিযোগের জবাবে মন্ত্রী সিদ্দিকুল্লা পালটা বলেন, ‘আমি সিপিএমের ত্রাস ছিলাম। সুতরাং, আমি বিজেপি বা সিপিএমের সঙ্গে সম্পর্ক রাখি না।’ এদিকে ইসমাইলের বিরুদ্ধে তাঁর তোপ, ‘দলের শীর্ষ নেতৃত্বের কাছেও ওঁর বিরুদ্ধে অনেক তথ্য আছে। দল ব্যবস্থা নেবে।’

বন্ধ করুন