রাজ্যে নতুন ধরণের ভোট পরবর্তী হিংসার বিবরণ দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার হুগলির খানাকুলে আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়ে শুভেন্দুবাবু দাবি করেন, এখানে তৃণমূলের লোকেরা বিজেপি কর্মীদের বাড়িতে দল বেঁধে গিয়ে দুপুরের রান্না করা খাবার তুলে নিয়ে আসছে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে দলীয় কর্মীদের পাশে রয়েছেন তিনি।
আরও পড়ুন - বেলঘরিয়ায় ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় বিহার থেকে গ্রেফতার ৩
পড়তে থাকুন - কলকাতায় ফের মোবাইল চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু, ৩ জনকে গ্রেফতার করল পুলিশ
এদিন শুভেন্দুবাবু বলেন, ‘কোচবিহারে তৃণমূল গায়ের জোরে আমাদের কয়েকটা পঞ্চায়েত দখল করেছে। লক্ষ্য হল পঞ্চায়েতগুলো দখল করা। কারণ তৃণমূল পঞ্চায়েতের মাধ্যমে চুরি করে খায়। যেহেতু খানাকুলে চুরি করার সুযোগ পাচ্ছে না। ১১ টা গ্রাম পঞ্চায়েত বিজেপির, তাই মুখে হুমকি হচ্ছে। আর পুলিশকে দিয়ে ফোন করানো হচ্ছে পঞ্চায়েতে যাবে না। প্রকাশ্যে যেন দেখতে না পাই। ৩০৭ ধারায় মিথ্যা মামলা করা হচ্ছে। এছাড়া বিজেপির কোনও পঞ্চায়েত সদস্য বা নেতার ছেলে মেয়ে স্কুলে যাওয়ার সময় তৃণমূলের লোকেরা তাকে বলছে, তোর মাকে, তোর বাবাকে দেখে নেব। এমনকী কিছু কিছু সমর্থকের বাড়িতে দুপুর বেলা রান্নার পরে ওদের লোকেরা দল বেঁধে গিয়ে খাবার তুলে নিয়ে চলে যাচ্ছে। এটা বর্বর, অমানবিক ও অত্যন্ত নিম্নরুচির।’
তিনি বলেন, ‘আক্রান্ত কর্মীদের পাশে দলীয় নেতারা রয়েছেন। ভুয়ো মামলা হলে জামিন করাব।’ শুভেন্দুবাবুর দাবি, ‘আরামবাগে তৃণমূলের জয় প্রকৃত জনমতের প্রতিফলন নয়। এই জয় অন্য ভাবে আনা হয়েছে।’ এদিন শুভেন্দুবাবু স্বীকার করেন, ‘পরিচিত বিজেপি নেতাকে দলের ডামি ক্যান্ডিডেট করা ভুল হয়েছিল।’
আরও পড়ুন - ভোট পরবর্তী হিংসার নামে ভুয়ো মামলা দায়ের, ১০ হাজার টাকা জরিমানা করল হাইকোর্ট
আরামবাগ কেন্দ্রে বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগরকে ৬,৪০০ ভোটে পরাজিত করেছেন তৃণমূল প্রার্থী মিতালি বাগ। লোকসভা নির্বাচনের নিরিখে যে ব্যবধান নগন্য।