নওশাদ সিদ্দিকির সভামঞ্চ ভাঙচুরকে কেন্দ্র করে ফের একবার রাজনৈতিক সংঘর্ষ ভাঙড়ে। শনিবার সন্ধ্যায় এই ঘটনায় আহত দুই পক্ষের বেশ কয়েকজন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে পুলিশ পিকেটিং ভাঙড় থানার। ISF-এর দাবি তৃণমূলের ক্লাব ভাঙচুর করেথে তৃণমূলই।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, রবিবার ভাঙড়ের জাগুলগাছি এলাকায় সভা করার কথা ছিল আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির। সভার জন্য নির্ধারিত জায়গায় মঞ্চ বাঁধতে গেলে তৃণমূল কংগ্রেস সেই মঞ্চ ভেঙে দেয় বলে আইএসএফের অভিযোগ। এমনকি আইএসএফ কর্মীদের ব্যাপক মারধর করা হয় বলে দাবি। যদিও সেই অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করার জন্য আইএফএস এসব করছে। তৃণমূলের আরও অভিযোগ, তৃণমূল কংগ্রেস পরিচালিত ক্লাব ভাঙচুর করে আইএসএফ। এমনকী, তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রতিবাদ জানাতে গেলে তাঁদের ব্যাপক মারধর করা হয়। আহতদের নলমুড়ি হসপিটালে চিকিৎসা করাতে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের কলকাতায় রেফার করা হয়েছে।
স্থানীয় এক আইএসএফ নেতা বলেন, আমরা সমস্ত অনুমতি নিয়ে সভার আয়োজন করছিলাম। সন্ধ্যা নামতেই সেখানে তৃণমূলের বাইকবাহিনী হাজির হয়। মঞ্চ বাঁধার কাজে বাধা দিতে থাকে তারা। আমরা পুলিশে খবর দিই। কিছুক্ষণ পর পুলিশ এসে পৌঁছলে তাদের সামনেই মঞ্চ ভাঙচুর করে বাঁশ – কাপড় সব নিয়ে চলে যায় তৃণমূল। আমাদের কর্মীদেরও বেধড়ক মারধর করা হয়। এর পর নিজেদের একটি ক্লাব ভাঙচুর করে আইএসএফের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে তারা।
পালটা স্থানীয় এক তৃণমূল নেতা বলেন, প্রথমে আমাদের ক্লাব ভাঙচুর করে ISF. আমাদের কর্মীদের মারধর করে। তাদের হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে এলে সেখানেও হামলা চালায় তারা। ISF এখানে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা করছে।