বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ‘‌দলের ভিতরে ঢোকা আবর্জনা ভাসিয়ে দিতে হবে’‌, মুর্শিদাবাদ থেকে বার্তা অভিষেকের

‘‌দলের ভিতরে ঢোকা আবর্জনা ভাসিয়ে দিতে হবে’‌, মুর্শিদাবাদ থেকে বার্তা অভিষেকের

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রাজ্যজুড়ে নিয়োগ দুর্নীতিতে অনেকে ধরা পড়েছেন। আবার গরুপাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল–সহ কয়েকজন শ্রীঘরে। এসব দল করতে বলেনি। তবু তাঁরা দলে ছিলেন বলে আজ তৃণমূল কংগ্রেসকে জবাব দিতে হচ্ছে মানুষের কাছে। এমন সব নেতা–কর্মীকে দল থেকে বিতাড়িত করতেই এমন বার্তা দিয়েছেন অভিষেক। তবে তিনি কারও নাম উল্লেখ করেননি।

তৃণমূল কংগ্রেসের অন্দরে বেনোজল ঢুকে পড়েছে। দলে ঢুকে পড়েছে আবর্জনা। তাই সেই আবর্জনাকে ভাসিয়ে বের করে দিতে হবে। সেই কাজই নব জোয়ার কর্মসূচিতে নেওয়া হয়েছে বলে মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদে জনসংযোগ যাত্রার শেষ দিনে তিনি বলেন, ‘জোয়ার যখন আসে তখন আবর্জনা ভাসিয়ে নিয়ে যায়। ২০১১ সালের পরে অনেক আবর্জনা আমাদের দলে ঢুকে পড়েছিল। যাদের জন্য মানুষের কাছে জবাবদিহি করতে হয়। তাদের ভাসিয়ে দিতে হবে।’ ‌

কাদের কথা বলেছেন অভিষেক? রাজ্যজুড়ে নিয়োগ দুর্নীতিতে অনেকে ধরা পড়েছেন। আবার গরুপাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল–সহ কয়েকজন শ্রীঘরে। এসব দল করতে বলেনি। তবু তাঁরা দলে ছিলেন বলে আজ তৃণমূল কংগ্রেসকে জবাব দিতে হচ্ছে মানুষের কাছে। এমন সব নেতা–কর্মীকে দল থেকে বিতাড়িত করতেই এমন বার্তা দিয়েছেন অভিষেক বলে মনে করা হচ্ছে। তবে তিনি কারও নাম উল্লেখ করেননি। কোনও ঘটনার কথাও বলেননি। শুধু আসন্ন পঞ্চায়েত নির্বাচন এবং বছর ঘুরলেই লোকসভা নির্বাচনের আগে এমন কড়া বার্তা দিয়ে রাখলেন।

আর কী বলেছেন অভিষেক?‌ রাজ্য সরকার এত সামাজিক প্রকল্প করলেও মানুষের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। বুথ সভাপতিদের পর্যন্ত নানা প্রশ্নের সম্মুখীণ হতে হচ্ছে। এটা বুঝতে পেরেই অভিষেক বলেন, ‘রাজ্য বা জেলা নেতাদের মানুষ যত না প্রশ্ন করে, বুথের সভাপতিদের তার থেকে অনেক বেশি প্রশ্নের মুখে পড়তে হয়। একটা ত্রিপল না পেলে বুথ সভাপতিকে জবাব দিতে হয়। তাই তাঁদের সঙ্গেই সরাসরি যোগাযোগে নেমেছি। তাঁরাই ঠিক করবেন আগামিদিনে পঞ্চায়েত নির্বাচনে কারা দলের প্রার্থী হবেন। এই আবর্জনা বের করে বাকিরা বুক ঠুকে দলের কাজ করবেন।’

আর কী জানা যাচ্ছে?‌ এখন তৃণমূলে নব জোয়ার কর্মসূচি নিয়ে জনসংযোগ যাত্রায় বেরিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনগণকে প্রার্থী ঠিক করার দায়িত্ব দিয়েছেন। আর দলীয় কর্মীদের পঞ্চায়েত নির্বাচন নিয়ে বার্তা দিয়ে বলেন, ‘দল যাঁকে প্রার্থী করবে তাঁকেই সর্বশক্তি দিয়ে জেতাতে হবে। প্রার্থী অপছন্দ হলে কেউ নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়ে দলকে অস্বস্তিতে ফেললে তাঁদের কিন্তু নির্বাচনের পরে দলে ফেরানো হবে না।’ পুরসভা নির্বাচনের সময় নির্দল হয়ে যাঁরা জিতেছিলেন, তাঁদের জন্য কিন্তু দলের দরজা বন্ধ রাখা হয়েছে।’

বন্ধ করুন