বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে আদালতের নির্দেশে গ্রেফতার তৃণমূল নেতা

চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে আদালতের নির্দেশে গ্রেফতার তৃণমূল নেতা

প্রতীকী ছবি (Getty Images/iStockphoto) (HT_PRINT)

দীর্ঘদিন পার হলেও চাকরির নিয়োগপত্র না পাওয়ায় তৃণমূল নেতাদের কাছে টাকা ফেরত চান নান্টু। বহু চাপাচাপির পর নান্টু সর্দারকে ৬ লক্ষ টাকার একটি চেক দেন বুদ্ধদেব মিশ্র। কিন্তু সেই চেক বাউন্স করে।

অভিযোগ নেয়নি থানা। প্রাথমিক শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে আদালতের নির্দেশে তৃণমূল নেতাকে গ্রেফতার করতে হল পুলিশকে। ঘটনা পশ্চিম মেদিনীপুরের সবংয়ের। অভিযোগকারী নান্টু সর্দারের দাবি, প্রাথমিক স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার নামে ৬ লক্ষ টাকা নিয়েছিলেন ৪ তৃণমূল নেতা। টাকা ফেরত চাইলে তৃণমূল পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মারধর করে তারা। দেয় প্রাণনাশের হুমকি। এর পর আদালতের দ্বারস্থ হন তিনি।

ঘটনার সূত্রপাত ২০১৮ সালে। প্রাথমিকে চাকরি পাইয়ে দেওয়ার নামে নান্টুবাবুর কাছ থেকে ২ লক্ষ টাকা নেন পশ্চিম মেদিনীপুরের সবং থানা এলাকার দশগ্রাম পঞ্চায়েতের রামচকের বাসিন্দা তৃণমূল নেতা বুদ্ধদেব মিশ্র। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের দশগ্রাম এলাকার প্রাক্তন সভাপতি গৌরীশঙ্কর উত্থাসিনী ও বর্তমান অঞ্চল সভাপতি অতনু সিং। পরের বছর জানুয়ারিতে নান্টু সর্দারের কাছ থেকে আরও ৪ লক্ষ টাকা নেন তাঁরা। জমি বিক্রি করে তৃণমূল নেতাদের টাকা দিয়েছিলেন বলে জানিয়েছেন অভিযোগকারী।

দীর্ঘদিন পার হলেও চাকরির নিয়োগপত্র না পাওয়ায় তৃণমূল নেতাদের কাছে টাকা ফেরত চান নান্টু। বহু চাপাচাপির পর নান্টু সর্দারকে ৬ লক্ষ টাকার একটি চেক দেন বুদ্ধদেব মিশ্র। কিন্তু সেই চেক বাউন্স করে।

এর পর ফের টাকা ফেতর চেয়ে তৃণমূল নেতাদের চাপ দিতে শুরু করেন তিনি। এর জেরে গত বছর ১১ অক্টোবর তাঁকে বাড়িতে ডেকে পাঠান বুদ্ধদেব। সেখানে আগে থেকেই হাজির ছিলেন গৌরীশংকর ও অতনু। তিন জনে মিলে নান্টুকে ব্যাপক মারধর করেন বলে অভিযোগ। এমনকী প্রাণনাশের হুমকি দেয় তারা।

এর পর বাউন্স হওয়া চেক নিয়ে সবং থানায় হাজির হন নান্টুবাবু। অভিযোগ, থানার আধিকারিক তাঁকে পুজোর পরে আসার পরামর্শ দেন। এর পর আদালতের দ্বারস্থ হন তিনি। আদালতের নির্দেশে বুধবার গৌরীশংকর উত্থাসিনীকে গ্রেফতার করেছে সবং থানার পুলিশ। বাকি তৃণমূল নেতাদের এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

গণইস্তফা দিয়ে চাপ বাড়ালেন ডাক্তাররা, নবান্ন দিল কড়া বার্তা, কারা রইলেন চাপে? '৩৭০ ধারা সরালে কাশ্মীর জ্বলবে ভেবেছিল অনেকে, কিন্তু আরও সুন্দর হয়ে উঠেছে' জঙ্গি হামলায় হারিয়েছেন বাবাকে, উপত্যকায় বাজিমাত বিজেপির সেই মহিলা প্রার্থীর টেক্কার প্রিমিয়ারে রাজকীয় লুকে দেব-রুক্মিণী, হাজির টোটাও পুজোর আমেজে টলিউড, শুভশ্রী থেকে শ্রাবন্তী-শোলাঙ্কি কে কেমন সাজলেন পঞ্চমীতে? ছোট্ট ‘দুর্গা’দের নিয়ে একদিনের প্যান্ডেল হপিং! উডল্যান্ডসের অভিনব উদ্যোগ আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিকের জাদু ক্ষমতা, এসব বলা বেআইনি, সতর্ক করল মন্ত্রক রামায়ণ থেকে অনুপ্রাণিত সিংহম এগেন, কে কোন চরিত্রে ধরা দেবেন? অনেকদিন ধরেই ভাবছিলেন! RG Karকাণ্ডে বিচার চেয়ে বাড়িতে দুর্গাপুজো শুরু মেহতাবের সৃজিত-মিথিলার দাম্পত্য নিয়ে খোঁচা! দুই বাংলার বিয়ে টিকছে না কেন? প্রশ্ন তসলিমার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.