বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Birbhum News: বগটুই করে দেবো! ভিটে বান্ধবীকে লিখে দিতে মহিলাকে হুমকির অভিযোগ TMCনেতার বিরুদ্ধে

Birbhum News: বগটুই করে দেবো! ভিটে বান্ধবীকে লিখে দিতে মহিলাকে হুমকির অভিযোগ TMCনেতার বিরুদ্ধে

সুখী বলেন, 'ওরা বলছে সন্তানদের ঘরে ঢুকিয়ে তালাবন্ধ করে বগটুইয়ের মতো আগুন ধরিয়ে দেবে।' (টুইটার)

বীরভূমের মুরারইয়ের পাইকর থানার কামারখুর গ্রামের বাসিন্দা সুখী বিবির স্বামী শাজাহান শেখ পরিযায়ী শ্রমিক। গ্রামের পশ্চিম পাড়ায় চারশতক জমিতে চার জন ছেলেকে নিয়ে বসবাস করেন।

বসতভিটের জমি পছন্দ হয়েছে বান্ধবীর। তাই সেই জমি চাই। না লিখে দেওয়ার এক মহিলা ও তাঁর নাবালক শিশুদের বীরভূমের মুরারইয়ের তৃণমূলের এক গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। জমি না দিলে ঘরে ঢুকিয়ে তালাবন্ধ করে 'বগটুইয়ের মতো' পুড়িয়ে মেরে দেওয়ারও হুমকি দিয়েছেন ওই পঞ্চায়েত সদস্য। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন মহিলা। যদিও তৃণমূল পঞ্চায়েত সদস্য এই অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশ দাবি, মহিলার অভিযোগের তদন্ত শুরু করেছে তারা।

বীরভূমের মুরারইয়ের পাইকর থানার কামারখুর গ্রামের বাসিন্দা সুখী বিবির স্বামী শাজাহান শেখ পরিযায়ী শ্রমিক। গ্রামের পশ্চিম পাড়ায় চারশতক জমিতে চার জন ছেলেকে নিয়ে বসবাস করেন। সুখী বিবির অভিযোগ, স্থানী. তৃণমূল পঞ্চায়েত সদস্য রিটন খাঁ তাঁর বসতভিটার জমিটি বান্ধবীর নামে লিখে দিতে বলেন। কিন্তু সুখী রাজি না হওয়ায় তিনি অশান্তি শুরু করেন। বাড়িতে দলবল নিয়ে এসে হামলাও চালায় রিটনের লোকজন। ওই মহিলার দাবি, তাঁর নাবালক ছেলেকে মারধরও করা হয়। সুখী বলেন, 'ওরা বলছে সন্তানদের ঘরে ঢুকিয়ে তালাবন্ধ করে বগটুইয়ের মতো আগুন ধরিয়ে দেবে।'

এই অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হন মহিলা। কিন্তু পুলিশ কোন ব্যবস্থাই নেয়নি বলে সুখীবিবির অভিযোগ।

তবে যাঁর দিকে অভিযোগের আঙুল, সেই তৃণমূল পঞ্চায়েত সদস্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। রামপুরহাট মহকুমার পুলিশ আধিকারিক ধীমান মিত্র জানিয়েছে, তাঁরা অভিযোগ পেয়েছেন। ঘটনা তদন্ত শুরু হয়েছে।

বন্ধ করুন