বিধানসভায় নির্বাচনে জিতে চতুর্থবারের জন্য ক্ষমতায় এলে রাজ্যে বাংলার বাড়ি প্রকল্পে বকেয়া ১৬ লক্ষ ঘরের টাকা দেবে তাঁর সরকার। দিন কয়েক আগেই একথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর দলনেত্রী ঘোষণা করতেই কি ফের ঘরের টাকা পাইয়ে দিতে ময়দানে নেমে পড়লেন তৃণমূল নেতারা? এমনই অভিযোগ উঠছে কোচবিহারের তুফানগঞ্জে। সেখানে বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার জন্য কাটমানি চেয়ে না পাওয়ায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বুথ সভাপতির বিরুদ্ধে। অভিযুক্ত বুথ সভাপতি অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন।
কোচবিহারের তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের শালবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের প্রথমখণ্ড বাঁশরাজা এলাকার ঘটনা। অভিযোগ, বৃহস্পতিবার রাতে শালবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের প্রথমখণ্ড বাঁশরাজা এলাকায় মত্ত অবস্থায় বাড়ি বাড়ি গিয়ে বাংলার বাড়ি প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা চাযন তৃণমূল বুথ সভাপতি সুবল চন্দ্র বর্মন। টাকা দিতে অস্বীকার করায় সুভাষচন্দ্র দাস নামে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করেন তৃণমূল বুথ সভাপতি। ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে শালবাড়ি জুড়ে। এ বিষয়ে বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান সুভাষ চন্দ্র দাস।
এ বিষয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপি কোচবিহার জেলা সহ-সভাপতি উৎপল দাস। তিনি বলেন, চুরি ও কাটমানি তৃণমূলের নৈতিক অধিকার। যদিও এ বিষয়ে তুফানগঞ্জ দুই ব্লক তৃণমূল যুব সভাপতি মানিক বর্মন বলেন সুভাষ দাসের নাম এই লিস্টে ছিল না বলে সে প্রতিনিয়ত গালিগালাজ করত। তবে মারধরের ঘটনা পুরোটাই ভিত্তিহীন। এটা বিজেপির চক্রান্ত।
অভিযুক্ত সুবল চন্দ্র বর্মন বলেন, ‘মারধরের অভিযোগ ভিত্তিহীন। আমি ওই রাস্তা দিয়ে বন্ধুর বাড়ি যাচ্ছিলাম। তখন ঘরের তালিকায় নাম ওঠেনি বলে সুভাষ দাস আমাকে অকথ্য গালিগালাজ করে।’