জ্যোতিপ্রিয় মল্লিক কদিন আগেই জামিন পেয়েছেন। এখন তিনি বিধানসভায় যাচ্ছেন। বাজেট অধিবেশনেও থাকতে পারেন বিধানসভায় বলে সূত্রের খবর। এই আবহে এবার জামিনে মুক্ত হলেন রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া আনিসুর রহমান। এই খবর প্রকাশ্যে আসতেই খুশির হাওয়া বইতে শুরু করেছে। তবে জামিন পেলেও মানতে হবে তাঁকে একাধিক শর্ত। আদালতে পাসপোর্ট জমা দেওয়া থেকে শুরু করে তদন্তকারী অফিসাররা ডাকলেই হাজিরা দেওয়া এবং ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে মোবাইল ফোন। আজ, বুধবার জামিন দেওয়ার সঙ্গে এই শর্তগুলিও আরোপ করা হয়েছে। আজ, বুধবার জামিন পেয়ে খুশি দেগঙ্গার তৃণমূল কংগ্রেস নেতা আনিসুর রহমান।
এদিকে আজ, বুধবার বিচারভবনে আনিসুর রহমানের আইনজীবী তাঁর হয়ে জামিনের আবেদন করলে সেটা শর্তসাপেক্ষে মঞ্জুর করেন বিচারক। তবে আদালতের নির্দেশ, আনিসুর রহমানকে পাসপোর্ট জমা রাখতে হবে। এই মামলার তদন্তের স্বার্থে যখনই তাঁকে ডাকা হবে তখনই হাজিরা দিতে হবে। নিজের মোবাইল ফোন নম্বরও জানাতে হবে তদন্তকারী অফিসারকে। এমনকী তা ২৪ ঘণ্টা খোলা রাখার পাশাপাশি অনুমতি না নিয়ে দেশের বাইরে কোথাও যাওয়া যাবে না। ২০২৪ সালের অগস্ট মাসে রেশন দুর্নীতি মামলায় দেগঙ্গার তৃণমূল কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তাঁর ভাই আলিফ তলব করে ইডি।
আরও পড়ুন: মায়ের শরীর আবিষ্ট করে রেখেছে পুরুষসঙ্গী, দেখে ফেলল ছেলে, খড়দার ভাগাড়ে মিলল দেহ
অন্যদিকে সেই তলবে টানা ১৪ ঘণ্টা ম্যারাথন জেরা করা হয় তাঁদের। তার পর রাতে তাঁদের দু’জনকেই গ্রেফতার করা হয়। এবার বিচার ভবনে ইডির বিশেষ আদালতের বিচারক আনিসুর রহমানের জামিন মঞ্জুর করলেন। আলিফ আবার জ্যোতিপ্রিয় মল্লিকের ‘ঘনিষ্ঠ’ তথা বাকিবুর রহমানের আত্মীয় বলে তথ্য উঠে আসে। বাকিবুরকেও রেশনকাণ্ডে গ্রেফতার করেছিল ইডি। তবে তিনিও এখন জামিনে মুক্ত রয়েছেন। গত সপ্তাহে প্রায় ১৫ মাস পর জামিন পেয়ে খোলা আকাশের নীচে আসেন রেশন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
এছাড়া আজ ৫০ লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন আনিসুর। একাধিক শর্ত মানতে হবে আনিসুরকে। নানা শর্তের মধ্যে একটি হল—সাক্ষীদের প্রভাবিত করা যাবে না। একই মামলায় বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শংকর আঢ্য এবং ব্যবসায়ী বিশ্বজিৎ দাসও জামিনে মুক্ত এখন। তবে প্রভাবশালী তত্ত্বে বারবার জ্যোতিপ্রিয়র জামিনের বিরোধিতা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু অবশেষে তিনিও জামিন পান। এবার পেলেন ঘনিষ্ঠ আনিসুর রহমান।