বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Anubrata Mondal: আবার ১৪ দিনের জেল হেফাজত অনুব্রত মণ্ডলের, কেন জামিন পেলেন না কেষ্ট?

Anubrata Mondal: আবার ১৪ দিনের জেল হেফাজত অনুব্রত মণ্ডলের, কেন জামিন পেলেন না কেষ্ট?

অনুব্রত মণ্ডল। ফাইল ছবি (ANI Photo) (Utpal Sarkar)

সেদিন সিবিআই দাবি করেছিল, আরও বেনামি অ্যাকাউন্টের হদিশ মিলেছে। বীরভূমের কো–অপারেটিভ ব্যাঙ্কের ১৭৭টি বেনামি আকাউন্টের হদিশ মিলেছিল আগেই। তারপর আরও ৫৪টি বেনামি অ্যাকাউন্টের হদিশ মিলেছে। এই অ্যাকাউন্টগুলি থেকে ঘুরপথে কোটি টাকা লেনদেন হয়েছে। অনুব্রত মণ্ডলের রাইস মিলে গিয়েছে সেই টাকা।

গরুপাচার মামলায় আবার ১৪ দিনের জেল হেফাজত হল অনুব্রত মণ্ডলের। সুতরাং এখন তাঁকে এই ১৪ দিন জেলেই থাকতে হবে। সম্প্রতি বীরভূমে তৃণমূল কংগ্রেসের কোর কমিটি পরিবর্তন হওয়ায় অসন্তুষ্ট কেষ্ট। কারণ তিনি এখনও বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি। এই পরিস্থিতিতে আজ, শুক্রবার আসানসোল জেলা আদালতে তাঁকে পেশ করা হয়। কিন্তু এদিন অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনই করেননি তাঁর আইনজীবী। তাই আবার ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। সেদিনই পরবর্তী শুনানি।

এদিকে গত ১৯ জানুয়ারি অনুব্রত মণ্ডলকে পেশ করা হয়েছিল আদালতে। সেদিন সিবিআই দাবি করেছিল, আরও বেনামি অ্যাকাউন্টের হদিশ মিলেছে। বীরভূমের কো–অপারেটিভ ব্যাঙ্কের ১৭৭টি বেনামি আকাউন্টের হদিশ মিলেছিল আগেই। তারপর আরও ৫৪টি বেনামি অ্যাকাউন্টের হদিশ মিলেছে। এই অ্যাকাউন্টগুলি থেকে ঘুরপথে কোটি টাকা লেনদেন হয়েছে। অনুব্রত মণ্ডলের রাইস মিলে গিয়েছে সেই টাকা। এমনকী ২০০টি অ্যাকাউন্টের খোঁজ মিলেছে, যার গ্রাহক একজনই।

অন্যদিকে এবার সিবিআই তল্লাশি চালিয়ে আরও ১৫০টি নতুন অ্যাকাউন্টের হদিশ পায়। অর্থাৎ মোট ৩৩০টি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ, শুক্রবার এই সমস্ত তথ্য তুলে ধরা হয় বিচারকের কাছে। সিবিআই সমস্ত তথ্য পেশ করলে বিচারকও বেশ কিছু প্রশ্ন করেন। এই অ্যাকাউন্টগুলির সঙ্গে অনুব্রত মণ্ডলের সম্পর্ক কী?‌ এখানে কীভাবে টাকা আসত?‌ জানতে চান বিচারক।

আর কী জানা যাচ্ছে?‌ এই প্রশ্নগুলির উত্তরে সিবিআই আইনজীবী জানান, এখানে ঘুরপথে টাকা আসত। যার সঙ্গে অনুব্রত মণ্ডল জড়িত। তখন ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। আজ, শুক্রবার অনুব্রত মণ্ডলকে আদালতে পেশ করার সময়ে তাঁকে অসুস্থ লাগছিল। বহুদিন জেলবন্দি থাকায় তাঁর চেহারায় অনেক বদল এসেছে। বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতির উচ্চ রক্তচাপ, সুগার–সহ নানা শারীরিক সমস্যা আছে। তবে প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন, তিনি সুস্থই রয়েছেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন