বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Anubrata Mondal: মিলেছে কমোডযুক্ত শৌচাগার, কেষ্টর ওজনও কমে গিয়েছে ১০ কেজি

Anubrata Mondal: মিলেছে কমোডযুক্ত শৌচাগার, কেষ্টর ওজনও কমে গিয়েছে ১০ কেজি

অনুব্রত মণ্ডল (Utpal Sarkar)

আসানসোল জেলের ভিতরে যে হাসপাতাল রয়েছে, তার দু’টি ঘরের মধ্যে একটিতে রয়েছেন অনুব্রত মণ্ডল। ওই ঘরে বেডের সঙ্গে রয়েছে ঘরের লাগোয়া পৃথক কমোডযুক্ত শৌচাগারও। তবে সংশোধনাগারেও কোন ভিআইপি আতিথেয়তা দেওয়া হচ্ছে না বলে কর্তৃপক্ষের দাবি।

আসানসোল সংশোধনাগারে কমোড শৌচাগারের ব্যবস্থা রয়েছে। অনুব্রত মণ্ডল চাইলে তা ব্যবহার করতে পারেন। জেল কর্তৃপক্ষ এমনই জানিয়েছেন কেষ্টকেও। এই পরিস্থিতিতে অনুব্রত মণ্ডলের শারীরিক পরীক্ষার জন্য সংশোধনাগার কর্তৃপক্ষ তাঁকে আসানসোল জেল হাসপাতালে নিয়ে আসে। জরুরি বিভাগের পাশে ‘ইমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডে’ তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। শীতাতপ নিয়ন্ত্রিত ওই ঘরে আনা হয় ইসিজি মেশিন, অক্সিজেন সিলিন্ডার–সহ প্রয়োজনীয় সামগ্রী। আর তারপর স্বাস্থ্য পরীক্ষা করে দেখা যায়, বীরভূমের দাপুটে নেতার ওজন কমেছে ১০ কেজিরও বেশি।

কমোডযুক্ত শৌচাগারের ব্যবস্থা কেন?‌ অনুব্রত মণ্ডল এখন ১৪ দিনের জেল হেফাজতে রয়েছেন। বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতিকে যে সংশোধনাগারে রাখা হবে, সেখানে কমোডযুক্ত শৌচাগারের ব্যবস্থা নেই। এই নিয়ে তাঁর আইনজীবী থেকে শুরু করে ঘনিষ্ঠরা প্রশ্ন তুলতে শুরু করেন। কারণ তাঁর নানা শারীরিক সমস্যা রয়েছে। এখান থেকে কিছু ঘটে গেলে সেটা বড় আকার ধারণ করবে। তাই পরিস্থিতি বিচার করে কমোডযুক্ত শৌচাগার দেওয়া হয়েছে।

স্বাস্থ্য পরীক্ষায় কী মিলেছে?‌ স্বাস্থ্য পরীক্ষা করে দেখা গিয়েছে, প্রেসার ১৪০–১০০ স্বাভাবিকের থেকে একটু বেশি। সুগার পরীক্ষা করা হয়। এরপর মাপা হয় ওজন। ১০৯ কেজি ৯০০ গ্রাম ওজনের কথা নার্স বলতেই, অনুব্রত মণ্ডল বলে ওঠেন ১২০ কিলো ছিল, কমে গিয়েছে। ফিসচুলা আক্রান্ত তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি। তাঁকে পরীক্ষা করেন শল্য চিকিৎসক। অনুব্রত তাঁকে জানান, গতকালও শৌচকর্মের সময়ে রক্ত পড়েছে। একবার এক্সরে করার কথা ভাবা হলেও সব পরীক্ষার পর তার আর প্রয়োজনীয়তা মনে করেননি চিকিৎসকরা।

অনুব্রত কী কমোড ব্যবহার করছেন?‌ জেল সূত্রে খবর, কমোডযুক্ত শৌচাগার আছে তাঁকে জানানো হয়। বৃহস্পতিবার থেকে ওই কমোডযুক্ত শৌচাগারই ব্যবহার করেছেন তিনি। শ্বাসকষ্ট, মধুমেহ রোগের মতো সমস্যার পাশাপাশি অর্শের সমস্যাতেও ভোগেন তিনি। আসানসোল জেলের ভিতরে যে হাসপাতাল রয়েছে, তার দু’টি ঘরের মধ্যে একটিতে রয়েছেন অনুব্রত মণ্ডল। ওই ঘরে বেডের সঙ্গে রয়েছে ঘরের লাগোয়া পৃথক কমোডযুক্ত শৌচাগারও। তবে সংশোধনাগারেও কোন ভিআইপি আতিথেয়তা দেওয়া হচ্ছে না বলে কর্তৃপক্ষের দাবি। সংশোধনাগারের হাসপাতাল ওয়ার্ডেই তিনি বন্দি অবস্থায় রয়েছেন। ওয়ার্ডে থাকা বাকি সাত বন্দির সঙ্গে তিনি কথা বলছেন।

বন্ধ করুন