বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > সাইকেল চোরকে পাত পেড়ে খাওয়ালেন তৃণমূল নেতা

সাইকেল চোরকে পাত পেড়ে খাওয়ালেন তৃণমূল নেতা

প্রতীকি ছবি

এরই মধ্যে খবর যায় নাড়ুগোপালবাবুর কাছে। চোরকে ডেকে পাঠান তিনি। নাড়ুগোপালবাবুর বাড়ি গিয়ে চোরের চক্ষু চড়কগাছ। সেখানে টেবিলে সাজানো রয়েছে পঞ্চব্যঞ্জন।

সাইকেল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়া এক ব্যক্তিকে পাতপেড়ে খাওয়ালেন তৃণমূল নেতা। সোমবার এই ঘটনা বহরমপুর শহরের। সঙ্গে চুরি ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি আদায় করলেন তিনি। প্রকাশ্যে ঘটনায় তৃণমূল শহর সভাপতি নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের প্রশংসা করলেও আড়ালে বিজেপির কটাক্ষ, ‘চোরে চোরে মাসতুতো ভাই।’

গত কয়েকদিন ধরে বহরমপুর শহরের একাংশে সাইকেল চুরি হচ্ছে বলে খবর ছড়িয়েছিল। তক্কে তক্কে ছিলেন স্থানীয়রা। সোমবার সকালে শহর তৃণমূল সভাপতি নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের বাড়ির কাছে হাতেনাতে ধরা পড়ে এক চোর। সঙ্গে সঙ্গে বীরত্ব দেখাতে সেখানে জড়ো হয়ে যায় কিছু মানুষ। চোরকে পেটানোর মহান কর্তব্যে ব্রতী হন তাঁরা। জেরার মুখে চোর জানায়, বাড়ি তাঁর বহরমপুরেই। লকডাউনে কাজ নেই। তাই চুরির পেশায় এসেছেন। কিন্তু এখনো হাত পাকিয়ে উঠতে পারেননি। তাই ধরা পড়েছেন হাতেনাতে।

এরই মধ্যে খবর যায় নাড়ুগোপালবাবুর কাছে। চোরকে ডেকে পাঠান তিনি। নাড়ুগোপালবাবুর বাড়ি গিয়ে চোরের চক্ষু চড়কগাছ। সেখানে টেবিলে সাজানো রয়েছে পঞ্চব্যঞ্জন। প্রথমে চোরকে পেট পুরে খাওয়ান নাড়ুগোপালবাবু। তার পর চোরের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। জানেন সত্যিই আর্থিক অনটনের মধ্যে দিয়ে যাচ্ছে পরিবারটি। এর পর চোরের জন্য কাজের ব্যবস্থা করেন তিনি। সঙ্গে চোরকে কিছু অর্থসাহায্যও করেন স্থানীয়রা।

নাড়ুগোপালবাবু বলেন, ‘লকডাউনে অনেকের কাজ চলে গিয়েছে। তাই এসব কাজ করতে বাধ্য হচ্ছে অনেকে। ওকে পুলিশে ধরলে জামিন করাতে ছুটতে হতো আমাদেরই। তাই একটা কাজের ব্যবস্থা করে দিলাম।’

নাড়ুগোপালবাবুর উদ্যোগকে প্রশংসা করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। তবে পিছনে তাদের কটাক্ষ, ‘চোরে চোরে মাসতুতো ভাই। ধরা পড়ে যাওয়া চোরের ওপর তৃণমূলের সহানুভূতি স্বাভাবিক।’

 

বাংলার মুখ খবর

Latest News

IPL-এ এখনই পাওয়া যাবে না সূর্যকে- হার্দিকের চিন্তা বাড়িয়ে সামনে এল বড় আপডেট কলকাতা মেট্রো এবার ছুটবে বিমানবন্দর পর্যন্ত, দুর্গাপুজোর আগে চালুর সম্ভাবনা স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু 'চমকিলা'র গানে বিভক্ত পঞ্জাব!ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ নতুন মাসের শুরুতেই পঞ্চকের অশুভ ছায়া, বিরত থাকুন শুভকাজ থেকে, মেনে চলুন এই নিয়ম মোবাইল দেখে রোগীর চিকিৎসা করবেন ডাক্তাররা, কলকাতার হাসপাতালে উন্নত প্রযুক্তি ‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত ‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.