বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > চাকরি তো হয়নি, টাকাটা ফেরত দিন, প্রকাশ্য রাস্তায় তৃণমূল নেতার পা ধরে কান্না

চাকরি তো হয়নি, টাকাটা ফেরত দিন, প্রকাশ্য রাস্তায় তৃণমূল নেতার পা ধরে কান্না

প্রতীকি ছবি

এই নিয়ে নানুরের সেই তৃণমূল নেতা বলেন, ‘আমার নাম করে কেউ টাকা তুলে থাকলে আমার কিছু করার নেই। যে টাকা দিয়েছে তার দেখে নেওয়া উচিত ছিল।

শিক্ষক নিয়োগ দুর্নীতির একের পর এক অভিযোগের মধ্যেই বীরভূমে দেখা গেল চাঞ্চল্যকর এক ছবি। টাকা দিয়েও চাকরি না পাওয়ায় টাকা ফেরতের দাবিতে তৃণমূল নেতার পা ধরে প্রকাশ্যে কান্নাকাটি করতে দেখা গেল এক যুবককে। ঘটনা বীরভূমের শান্তিনিকেতন থানা এলাকার। ঘটনায় দায় অস্বীকার করেছে তৃণমূল। বিজেপির দাবি, এভাবে বীরভূমে অন্তত হাজার পাঁচেক চাকরি হয়েছে।

বীরভূমের ইলামবাজার থানা এলাকার জয়দেবের বাসিন্দা আশিস সিংহের অভিযোগ, ২০১২ সালে শান্তিনিকেতন থানা এলাকার রূপপুরের বাসিন্দা তৃণমূল নেতা রতন মণ্ডলকে ৯ লক্ষ টাকা দেন তিনি। মেয়ের প্রাথমিকে চাকরির জন্য দিয়েছিলেন এই টাকা। ১০ বছর পার হলেও চাকরি হয়নি মেয়ের। এর পর টাকার দাবিতে রতন মণ্ডলের দ্বারস্থ হন আশিসবাবু। চাপের মুখে ধীরে ধীরে টাকা ফেরাতে শুরু করেন তিনি। এভাবে ৯ লক্ষ টাকার মধ্যে ৭.৮০ লক্ষ টাকা ফিরিয়ে দিয়েছেন তিনি। কিন্তু বাকি ১.২০ লক্ষ টাকা দিতে চাইছেন না বলে অভিযোগ। সেই টাকা ফেরত চেয়ে শুক্রবার সকালে প্রকাশ্য রাস্তায় পা ধরে কান্নাকাটি শুরু করেন আশিসবাবু।

তিনি জানিয়েছেন, নানুরের বাসাপাড়ার বাসিন্দা এক তৃণমূল নেতার মাধ্যমে মেয়ের প্রাথমিকে চাকরি করিয়ে দেবে বলেছিল রতন। সেজন্য ঘটিবাটি বিক্রি করে ওকে ৯ লক্ষ টাকা দিই। কিন্তু মেয়ের চাকরি হয়নি। চাকরি না হওয়ায় ওর কাছে টাকা ফেরত চাই। অনেক ধরাধরির পর ৭.৮০ লক্ষ টাকা দিয়েছে। এর মধ্যে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি নিয়ে আদালতের নির্দেশের পর বাকি টাকা ওর কাছে চাই। কিন্তু বাকি ১.২০ লক্ষ টাকা কিছুতেই ফেরত দিচ্ছে না ও।

এই নিয়ে নানুরের সেই তৃণমূল নেতা বলেন, ‘আমার নাম করে কেউ টাকা তুলে থাকলে আমার কিছু করার নেই। যে টাকা দিয়েছে তার দেখে নেওয়া উচিত ছিল। এটা যে টাকা নিয়েছে আর যে দিয়েছে তাদের ব্যাপার।’

বীরভূম জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা বলেন, ‘প্রতিটা জেলায় আলাদা করে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত হওয়া উচিত। প্রাথমিকে চাকরি দেওয়ার জন্য তৃণমূল নেতারা ১২ লক্ষ টাকা পর্যন্ত নিয়েছেন। এক একজন তৃণমূল নেতার বাড়িতে ৪ – ৫ জনের চাকরি হয়েছে। বীরভূমে মোট ৫ হাজার চাকরি হয়েছে এভাবে। ওদিকে ছেলে মেয়েরা সরকারি চাকরির জন্য পড়াশুনো করার উৎসাহ হারিয়ে ফেলছে।’

 

বাংলার মুখ খবর

Latest News

ওখান থেকেও আয় হয়…হলফনামায় দাবি জলপাইগুড়ির BJP প্রার্থীর, জনতার চোখ ছানাবড়া! কোথায় দ্বন্দ্ব? গম্ভীর-কোহলি ভাই-ভাই! চিন্নাস্বামী অবাক উলটপুরাণ দেখে- ভিডিয়ো 'পরীক্ষা'-র মুখে বসল রুবি-বেলেঘাটা মেট্রো! ট্রায়াল রানের কেবিন থেকে ভিডিয়ো দেখুন ৩১ মার্চ রাহু ও শুক্রের মিলন, ৩ রাশির বাড়বে আয়, দাম্পত্য জীবনে আসবে সুখ দেব-প্রসেনজিতের সংলাপ বলে দাদাগিরি খুদের, মুগ্ধ সৌরভ বললেন, 'ওহ লাভলি!' স্বামী গৌতমানন্দজি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, রামকৃষ্ণ মঠ ও মিশন ঘোষণা করল FOMO, SLAY-এর অর্থ বলতে ঘেমেনেয়ে একশা ঋদ্ধিমান-কেন উইলিয়ামসন! স্বামীরা ছিলেন সব ডন! সেই বাহুবলীদের স্ত্রীরাই এবার টিকিট পেলেন বিহারে মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.