বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ‘‌কুপুত্র’‌ শুভেন্দুর বিরুদ্ধে লড়াইয়ে নামছেন ‘‌নন্দীগ্রামের মা’‌ ফিরোজা বিবি

‘‌কুপুত্র’‌ শুভেন্দুর বিরুদ্ধে লড়াইয়ে নামছেন ‘‌নন্দীগ্রামের মা’‌ ফিরোজা বিবি

ফিরোজা বিবি ও শুভেন্দু অধিকারী। ফাইল ছবি

বিজেপি–র কাজকর্ম, নেতাদের ভাষা নিয়েও ক্ষোভ রয়েছে তাঁর। ফিরোজা বিবি বলছিলেন, ‘‌ওরা বলছে খেরিয়া হঠাও, দেশ বাঁচাও। আমরা কি খেরিয়া? বিজেপি–র লোকজনই এ সব বলে বেড়াচ্ছে।’‌

বাংলায় এবার ভোটের ময়দানে ছেলের বিরুদ্ধে লড়বেন মা। এটাই ভবিতব্য। এখানে ছেলে সদ্য তৃণমূল থেকে বিজেপি–তে যাওয়া শুভেন্দু অধিকারী। তবে মা হলেন ফিরোজা বিবি। রাজ্য রাজনীতিতে যাঁর পরিচয় ‘‌নন্দীগ্রামের মা’‌ হিসেবে। ফিরোজা বিবির পুত্র শেখ ইমদাদুল ২০০৭ সালের ১৪ মার্চ নন্দীগ্রামে পুলিশের গুলিতে প্রাণ হারান। সেই থেকেই তিনি ‘‌শহিদের মা।’‌ ২০০৯ সালে নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনে তাঁকেই প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জিতেছিলেন তিনি। ২০১১–র ভোটেও নন্দীগ্রাম থেকে তিনি জেতেন। আর সেই জয়ের যে অন্যতম কাণ্ডারী সেই শুভেন্দু অধিকারীই এখন তাঁর বিপক্ষ শিবিরে। তাই ফিরোজা বিবির বক্তব্য, ‘‌আমার হাজার সন্তানের মধ্যে এক সন্তানের বিরুদ্ধে যদি আমাকে লড়তে হয়ে তাতে আমি রাজি।’‌

গত ১৯ ডিসেম্বর মেদিনীপুর কলেজ মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত থেকে বিজেপি–র পতাকা তুলে নিয়েছেন শুভেন্দু। তাঁর সঙ্গে গেরুয়া শিবিরে গিয়েছেন তাঁর অনুগামীরাও। কিন্তু তাঁর ‘‌মা’‌ রয়ে গিয়েছেন তৃণমূলে। সেই ‘‌মা’‌ ফিরোজা বিবি জানান, তৃণমূল ছাড়ার পর থেকে শুভেন্দুর সঙ্গে তাঁর কথা হয়নি। তবে তিনি এটা মেনে নিয়েছেন যে আসন্ন নির্বাচনে পুত্রসম শুভেন্দুর বিরুদ্ধেই তাঁকে লড়াইয়ের ময়দানে নামতে হবে। ফিরোজা বিবির কথায়, ‘‌কুপুত্র থেকে নিপুত্র ভাল। আমি এক সন্তান হারিয়ে হাজার সন্তান পেয়েছি। তাই এক কুপুত্রের বিরুদ্ধে যদি আমাকে লড়তে হয় তাতে আমি রাজি। আমার অবস্থানে কোনও বদল হবে না।’‌

তা হলে কি বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের টিকিট ফিরোজা বিবিই পাচ্ছেন?‌ যদিও এ নিয়ে বিন্দুমাত্র মাথাব্যাথা নেই ‘‌নন্দীগ্রামের মা’‌–এর। তাঁর বক্তব্য, ‘দলের সিদ্ধান্তের ব্যাপারে আমার মন্তব্য করা উচিত নয়। যদি দল মনে করে তবে আমি লড়াই করব। কে সন্তান, কে ভাই, কে ছেলে— এ সব দেখার সময় এখন নেই। আমি দিদির সঙ্গেই ছিলাম, আছি, থাকব।’‌ বিজেপি–র কাজকর্ম, নেতাদের ভাষা নিয়েও ক্ষোভ রয়েছে তাঁর। ফিরোজা বিবি বলছিলেন, ‘‌ওরা বলছে খেরিয়া হঠাও, দেশ বাঁচাও। আমরা কি খেরিয়া? বিজেপি–র লোকজনই এ সব বলে বেড়াচ্ছে।’‌

উল্লেখ্য, ২০০৯ সালে নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনে ৩৯ হাজার ৪৫৯ ভোটে জয়ী হন ফিরোজা বিবি। যদিও রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, এই জয়ের নেপথ্যে ছিলেন শুভেন্দু অধিকারী। সেই থেকেই তাঁদের মধ্যে মা–ছেলের সম্পর্ক। মা–ছেলের এই জুটি কামাল দেখায় ২০১১ সালের বিধানসভা ভোটেও। যদিও পরে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকেই প্রার্থী করেন মমতা। আর ফিরোজা বিবিকে প্রার্থী করা হয় পাঁশকুড়া পূর্ব আসনে। এবার কি ফের তাঁকে নন্দীগ্রামে প্রার্থী করে শুভেন্দুকে বার্তা দেবে রাজ্যের শাসকদল?‌ যদি তাই হয় তা হলে এবার নির্বাচনে মা–ছেলের প্রতিদ্বন্দ্বিতার সাক্ষী থাকবে বাংলা।

বাংলার মুখ খবর

Latest News

চিকিৎসক প্রার্থী ভোট প্রচার ফেলে দৌড়লেন হাসপাতালে! প্রাণ বাঁচালেন গর্ভবতীর কবে কলেজের ক্লাস শুরু হবে? উচ্চমাধ্যমিকের রেজাল্টের আগেই নির্দেশ এল UGC থেকে শনি দোষ ও ঋণ থেকে মুক্তি পেতে হনুমান জন্মোৎসবে করুন এই সহজ কাজ, মিটবে সব বাধা ফের চতুর্থ, অল্পের জন্য এফআইজি অ্যাপারাটাস ওয়ার্ল্ডকাপে পদক হাতছাড়া দীপার মোদী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ, গবেষক ছাত্রকে ২ বছরের জন্য সাসপেন্ড করল TISS কবে ঘোষিত হবে ভারতের T20 বিশ্বকাপের দল, কাদের জায়গা পাকা, মিলল বিরাট ইঙ্গিত তামিলনাড়ুতে ১ লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ, পুনর্নির্বাচনের দাবি BJP সভাপতির ফাওয়াদ-রাহাত ফতেহ আলির সঙ্গে সাক্ষাৎ, পাকিস্তানে পার্টি মুডে মুমতাজ, দেখুন ছবি সার্ফ জলে গুলে জ্যুস বানায় খুদে, ভিড়মি খেলেন সৌরভ দাদাগিরিতে, মুখে দিলেন? বিড়ি শ্রমিকদের মজুরি নিয়ে কোনও কথা খরচ করলেন না মুখ্যমন্ত্রী, নেপথ্য কারণ কী?‌

Latest IPL News

কবে ঘোষিত হবে ভারতের T20 বিশ্বকাপের দল, কাদের জায়গা পাকা, মিলল বিরাট ইঙ্গিত মাত্র ১৩ বলেই ইতিহাস, IPL-এ এমন এক রেকর্ড গড়লেন ধোনি, যা কল্পনাও করা যায় না আইপিএলে ব্রাত্য হয়ে এবার পূজারার পথে কাউন্টিতে নাম লেখালেন ভারতীয় পেসার শ্রবণশক্তি হারাতে পারেন! ধোনি মাঠে নামতেই ডি'ককের স্ত্রীর ঘড়িতে নয়েজ অ্যালার্ট ধোনি ব্যাট করতে এলেই বোলাররা ভয় পেয়ে যায়, অকপট রাহুল কেন ভারতের সেরা ফিল্ডার, বোঝালেন আরও একবার,KL-কে ফেরাতে অবিশ্বাস্য ক্যাচ জাদেজার জয়ের চেষ্টায় মরিয়া হয়ে নিয়ম ভেঙেছে ২ দল, লোকেশ ও রুতুরাজকে উচিত শিক্ষা দিল BCCI IPL-এ ইতিহাস মহেন্দ্র সিং ধোনির, বিশ্বের প্রথম উইকেটকিপার হিসেবে গড়লেন এই নজির দিনের শেষে জিততে ভালো লাগে, মনে হয় সব সিদ্ধান্ত সঠিক নিয়েছি- কেএল রাহুল RCB-র আড্ডার মাঝে হঠাৎ কেন দীনেশ কার্তিকের স্ত্রীর কথা তুললেন বিরাট কোহলি?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.