আসানসোল, গোয়ালপোখরের পর এবার শুটআউট জগদ্দলে। আজ রবিবার সাতসকালে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ওই তৃণমূল নেতার কাঁধে গুলি লাগে। আহত তৃণমূল নেতার নাম অশোক সাউ। তিনি ভাটপাড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি। গুলি চালানোর পাশাপাশি বোমাও ছোড়ে দুষ্কৃতীরা। যদিও কোনওভাবে সেই বোমা ফাটেনি। এই ঘটনাটি কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তৃণমূল নেতাকে। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় বিপুল পুলিশ বাহিনী। এদিন সকালে ঘটনাটি ঘটেছে জগদ্দলের পালঘাট রোডে। থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে এই ঘটনা ঘটেছে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে কয়েকজনের সঙ্গে চা খাচ্ছিলেন ওই তৃণমূল নেতা। তখন পিছন থেকে ৪–৫ জন দুষ্কৃতী এসে আচমকা তাঁকে লক্ষ্য করে একের পর এক গুলি ছোড়ে। ঘটনায় একটি গুলি লাগে তাঁর কাঁধে। পাশাপাশি বোমাও ছোড়ে দুষ্কৃতীরা। সেখান থেকে ছুটে স্থানীয়দের অনেকেই থানায় পালিয়ে যান। এরপরে দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়। ৪-৫ রাউন্ড গুলি চালানো হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তাঁদের বক্তব্য, পায়ে হেঁটেই সেখানে এসেছিল দুষ্কৃতীরা। গুলি লাগার পর সেই অবস্থাতেই থানাতে ছুটে চলে যান অশোক সাউ। যদিও কী কারণে তাঁর উপর হামলা চালানো হয়েছিল কারা বা হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা, কারা তাঁর ওপর হামলা চালিয়েছিল তা কিছুতেই বুঝে উঠতে পারছেন না স্থানীয় এবং পরিবারের সদস্যরা। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, আরমান নামে এক যুবকের নেতৃত্বে এদিন গুলি চালানো হয়েছে। ওই যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, এই ঘটনার আগে ভর গোয়ালপোখরে শ্যুট আউটের ঘটনা ঘটে। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ১ মহিলা সহ ৩ জন। পঞ্চায়েতের প্রধানের উপস্থিতিতেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে পঞ্চায়েত প্রধানের অনুগামীদের বিরুদ্ধে। গুলিবিদ্ধ মহিলার নাম হাবিবা খাতুন। এছাড়া মহম্মদ বাবুল এবং সইদুল নামে আরও দুজন গুরুতর জখম হয়েছেন। বর্তমানে তিনজনেই ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি। এছাড়াও, শুক্রবার আসানসোলে শুট আউটের ঘটনা ঘটে। সেখানে এক হোটেলে ঘটে শ্যুটআউটের ঘটনা। হোটেলে ঢুকে বিনা বাধায় হোটেল মালিক অরবিন্দ ভগৎকে লক্ষ্য করেই গুলি চালায় দুষ্কৃতীরা। হোটেলে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য। ঘটনার পর তদন্তে নেমেছে সিআইডি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup