বেলঘরিয়ায় তৃণমূল নেতা বিকাশ সিংকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তৃণমূল নেতা ইন্দাল যাদবকে গ্রেফতার করল পুলিশ। ঘটনার সাত দিনের মাথায় আসানসোল থেকে তাঁকে গ্রেফতার করে বেলঘরিয়া থানার পুলিশ। ধৃতকে বারাকপুর আদালতে পাঠিয়ে ১০ দিনের পুলিশ হেফাজত চেয়েছেন তদন্তকারীরা।
আরও পড়ুন - ‘দলের থেকে জাত আগে’ বলতেই হুমায়ুন কবিরকে শো-কজ করল তৃণমূল
পড়তে থাকুন - দুধেল গাইয়ের দুধ খাচ্ছেন মমতা আর লাথি খাচ্ছে পশ্চিমবঙ্গের হিন্দুরা: সুকান্ত
গত শনিবার ৮ মার্চ বেলঘরিয়ায় টেক্সম্যাকো কারখানা থেকে ঢিল ছোড়া দূরত্বে INTTUC নেতা বিকাশ সিংকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। মোটরসাইকেলে করে এসে ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিতে আহত হন ভিকি যাদবসহ ২ জন। এর পর বিকাশের দেহ থেকে অস্ত্রোপচার করে গুলি বার করেন চিকিৎসকরা। ওদিকে তদন্তে নেমে ভিকি যাদব নামে এক যুবককে গ্রেফতার করে বেলঘরিয়া থানার পুলিশ। পুলিশ জানায়, ভিকির মোটরসাইকেলে করে এসেই গুলি চালানো হয়েছিল। ভিকি জানায়, তার কাছ থেকে মোটরসাইকেল নিয়েছিল বন্ধু তথা তৃণমূল নেতা ইন্দাল যাদব। খুনের সঙ্গে তাঁর যোগ নেই।
এর পর ইন্দাল যাদবের খোঁজ শুরু করে পুলিশ। ওদিকে স্থানীয় বিধায়ক মদন মিত্র স্বীকার করেন ইন্দাল যাদব তৃণমূল কর্মী। ৭ দিন পর বৃহস্পতিবার রাতে আসানসোল থেকে ইন্দাল যাদবকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন - কারাবাসের বর্ষপূর্তিতে ইডির সিদ্ধান্তে বড় ধাক্কা খেল সন্দেশখালির শাহাজাহান
তদন্তে উঠে আসে, টেক্সম্যাকো কারখানার বরাত তৃণমূলের কোন গোষ্ঠী পাবে তা নিয়ে বিবাদের জেরেই বিকাশকে গুলি করে ইন্দাল যাদব। ধৃতের সঙ্গে আরও যে ২ জন মোটরসাইকেলে ছিল তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। সঙ্গে প্রশ্ন উঠছে, কেন অভিযুক্তকে গ্রেফতার করতে ৭ দিন লাগল পুলিশের?