বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > মেয়ের বিয়ের জন্য খাট কিনতে গিয়েছিলেন, তৃণমূলেরই মারে হাত পা ভাঙল তৃণমূল নেতার

মেয়ের বিয়ের জন্য খাট কিনতে গিয়েছিলেন, তৃণমূলেরই মারে হাত পা ভাঙল তৃণমূল নেতার

আহত তৃণমূল নেতা নুর আমিন মোল্লা। 

পুলিশ তাঁকে উদ্ধার করে স্থানীয় পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে আসে। সেখানে তার অবনতি হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কতব্যরত চিকিৎসকরা।

তৃণমুলের গোষ্ঠী কোন্দলের জেরে উত্তপ্ত পূর্ব বর্ধমানের গলসি ১ নং ব্লকের ঘাগরা গ্রাম। রবিবার গ্রামের তৃণমূল নেতা নুর আমিন মোল্লা ওরফে বকুলকে ব্যাপক মারধরের অভিযোগ তৃণমূলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে। মেরে তার দুই হাত ও পা ভেঙে দেওয়া হয়।

আক্রান্ত তৃণমূল নেতা জানিয়েছেন, ‘এদিন বেলা এগারোটা নাগাদ তিনি মেয়ের বিয়ের জন্য খাট কিনতে গিয়েছিলেন গ্রামেরই একটা ফার্নিচারের দোকানে। সেখানেই দলের অপর গোষ্ঠী জনা দশ - পনেরো লোক চড়াও হয়ে তাকে টাঙি, রড় ও দা দিয়ে ব্যাপক মারধর করে। ঘটনার জেরে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। খবর পেয়ে গলসি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

পুলিশ তাঁকে উদ্ধার করে স্থানীয় পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে আসে। সেখানে তার অবনতি হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কতব্যরত চিকিৎসকরা। ঘটনার জেরে আবারও প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠী কোন্দল।

পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন জেলা থেকে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের খবর আসছে। শনিবার সকালে মুর্শিদাবাদের সালারের কাকগ্রামে তৃণমূলের অঞ্চল সভাপতি তাপস রায়কে মারধর করে দলেরই ব্লক সভাপতি মোস্তাফিজুর রহমানের লোকজন। পুলিশে অভিযোগ দায়ের হয়। ওই ঘটনায় রাতে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।

 

বন্ধ করুন