এবার নিরাপত্তা মিলল দ্বিতীয়বার। কোর কমিটির বৈঠকের আগে আবার নিরাপত্তা বাড়ল বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখের। পুলিশ সূত্রে খবর, ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হল কাজল শেখকে। যদিও জেলা পুলিশের দাবি, তাদের কাছে এই নিয়ে এখনও কোনও চিঠি আসেনি। কাজল শেখ অবশ্য জানান, সোমবার রাত থেকেই তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছে। কিন্তু কেন এই নিরাপত্তা বাড়ানো হল? তা নিয়ে কোনও মন্তব্য করেননি। উপনির্বাচনের আবহ তৈরি হয়েছে বাংলার ৬টি বিধানসভা কেন্দ্রে। রাত পোহালেই উপনির্বাচন।
এদিকে অক্টোবর মাসেই নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছিল কাজল শেখের। তাঁকে ওয়াই ক্যাটিগরির নিরাপত্তা দেওয়া হয়েছিল। আবার একবার কাজলের সুরক্ষা বাড়ানো নিয়ে বীরভূমে জোর চর্চা শুরু হয়েছে। এতদিন বীরভূম জেলায় ওয়াই প্লাস ক্যাটিগরির নিরাপত্তা পেতেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং অনুব্রত মণ্ডল। এবার সেই তালিকায় যুক্ত হয়ে গেলেন কাজল শেখও। এই বিষয়ে কাজল শেখ বলেন, ‘হয়তো প্রশাসন নিরাপত্তা বাড়ানোর কথা মনে করেছে। তাই বাড়িয়েছে। তবে জনগনই আসল নিরাপত্তা।’ আর আগামী ১৬ নভেম্বর বীরভূমের কোর কমিটির বৈঠক। তার আগে এই নিরাপত্তা বৃদ্ধি বেশ তাৎপর্যপূর্ণ।
আরও পড়ুন: তিনদিনের সফরে পাহাড়ে মুখ্যমন্ত্রী, জনসংযোগ করতে প্রাতঃভ্রমণে গেলেন ম্যালে
অন্যদিকে বোলপুর জেলা পার্টি অফিসেই এই বৈঠক হতে চলেছে বলে জানানো হয়েছে দলের পক্ষ থেকে। কোর কমিটির ৬ জন সদস্যের পাশাপাশি উপস্থিত থাকতে চলেছেন বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। জেল থেকে জামিনে মুক্তির পরে অনুব্রত মণ্ডল বীরভূমে ফিরে দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। কিন্তু রাজ্য নেতৃত্বের থেকে কোর কমিটির মাধ্যমে যৌথভাবে জেলা পরিচালনার নির্দেশ আসে। এবার কাজল শেখও ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পেয়ে গেলেন। সব মিলিয়ে কি কেষ্টর চাপ হয়ে গেল? উঠছে প্রশ্ন।
এছাড়া বীরভূমে তৃণমূল কংগ্রেসের কোর কমিটি বহাল রাখার পক্ষে মত দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর ওই জেলায় দলের কাজে গতি স্বাভাবিক রাখার জন্য এই কোর কমিটি গড়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা এবং জেলা তৃণমূল কংগ্রেসের নেতা সুদীপ্ত ঘোষ এখানে আছেন। সেখানে কাজল শেখের বাড়তি নিরাপত্তা চর্চিত বিষয়।