বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Kunal Ghosh: মেসির জার্সি পরে হঠাৎ মাঠে কুণাল ঘোষ, রাজ্য–রাজনীতিতে কোন ‘‌খেলা হবে’‌?‌

Kunal Ghosh: মেসির জার্সি পরে হঠাৎ মাঠে কুণাল ঘোষ, রাজ্য–রাজনীতিতে কোন ‘‌খেলা হবে’‌?‌

মেসির জার্সি পরে মাঠে নেমে পড়লেন কুণাল ঘোষ।

এটা রাজ্যের বিরোধী দলনেতার খাসতালুক বলে পরিচিত। সেখানে মেসির জার্সি পরে সকাল থেকে ঘরে বেড়ানোয় এবং মুচকি হাসিতে কথা বলা, একটা ইঙ্গিত মিলছে বলে মনে করা হচ্ছে। যদিও আগামী ২ জানুয়ারি তারিখকে ডেডলাইন বলে ঘোষণা আগেই করেছেন তিনি। সেটারই যেন এবার শিলমোহর দিলেন তিনি।

আর কিছুক্ষণ পর আজ, রবিবার সন্ধ্যায় বিশ্বকাপ ফাইনাল। তাতেই তেতে রয়েছে গোটা বিশ্ব। মেসি না এমবাপে, বিশ্বকাপ কার দখলে যাবে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বিশ্বের সর্বত্র। এইরকম একটা টানটান উত্তেজনার মুহূর্তে মেসির জার্সি পরে মাঠে নেমে পড়লেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তবে তিনি কাতারের মাঠে নামেননি। হলদিয়ায় তাঁকে এভাবে দেখা গেল। আর তাতেই প্রশ্নের জন্ম দিয়েছে, রাজ্য–রাজনীতিতেও নতুন কোনও খেলা হবে?‌

এদিকে সবুজ ঘাসে ডজ, ড্রিবল দেখতে যখন সবাই সময়ের প্রহর গুণছেন তখন কুণাল ঘোষ বিজেপির শান্ত পেনাল্টি বক্সে জ্বলন্ত গোল দিতে চাইছেন বলে মনে করা হচ্ছে। সেই ইঙ্গিত দিতেই এই তৃণমূল কংগ্রেস নেতা আজ হলদিয়ায় মেসির জার্সি পরে হাজির। তবে আপাতত বন্দরশহরে ড্যাম কাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন কুণাল ঘোষ। বাংলাতেও ফুটবল খেলা এগিয়ে যাক চান তিনি। তাই নীল–সাদা জার্সি পরে খোশ মেজাজে আজ ঘুরে বেড়াচ্ছেন তিনি।

অন্যদিকে এটা রাজ্যের বিরোধী দলনেতার খাসতালুক বলে পরিচিত। সেখানে মেসির জার্সি পরে সকাল থেকে ঘরে বেড়ানোয় এবং মুচকি হাসিতে কথা বলা, একটা ইঙ্গিত মিলছে বলে মনে করা হচ্ছে। যদিও আগামী ২ জানুয়ারি তারিখকে ডেডলাইন বলে ঘোষণা আগেই করেছেন তিনি। সেটারই যেন এবার শিলমোহর দিলেন তিনি। তাই মেসি না এমবাপে— কার হাতে উঠবে সুদৃশ্য ট্রফি? রাজনীতি, দর্শন, বিনোদন এবং বিবিধের বৃত্তকে পিছনে ফেলে এটাই যখন বিশ্বের সবচেয়ে আলোচিত প্রশ্ন তখন কুণালের মাঝ মাঠে নেমে পড়াটা বেশ চর্চার বিষয় হয়ে উঠেছে।

ঠিক কী বলছেন কুণাল ঘোষ?‌ এই মেসির জার্সি পরে তিনি হলদিয়ায় ঘুরে বেড়াচ্ছেন। বিষয়টি জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘‌ফুটবলপ্রেমিরা ভাল খেলা দেখতে চাই। এখন অনেক দল ছিটকে গিয়েছে। তবে আমরা যাঁরা আর্জেন্টিনার ভক্ত তারা চাইছি মেসির হাতে ওয়ার্ল্ড কাপ দিয়ে বিশ্বকাপটা শেষ হবে। তাছাড়া হলদিয়ার ড্যাম ক্লাব যেভাবে আয়োজন করেছে তাতে ফুটবল মরশুম চলছে। তাই একটাই স্লোগান এখন ‌খেলা হবে।’‌

বন্ধ করুন