বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > TMC Leader Murder: কাউন্সিলর পদ খুইয়ে সংসারে অনটন, দ্বিতীয় স্ত্রীর হাতে 'খুন' তৃণমূল নেতা!

TMC Leader Murder: কাউন্সিলর পদ খুইয়ে সংসারে অনটন, দ্বিতীয় স্ত্রীর হাতে 'খুন' তৃণমূল নেতা!

প্রয়াত ভগীরথ দাস

বিজেপিতে থাকাকালীন ছিলেন কাউন্সিলর। তখন সংসারে কোনও অশান্তি ছিল না। পরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে এবং কাউন্সিলর পদ হারিয়ে বিপাকে পড়েন রামপুরহাটের ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভগীরথ দাস। রোজগার না থাকায় তাঁকে তাঁর দ্বিতীয় স্ত্রীর হাতে খুন হতে হয় বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা।

বিজেপির কাউন্সিলর থেকে দল বদলে তৃণমূল কংগ্রেসের নেতা হয়েছিলেন। কিন্তু, রোজগার বলতে তেমন কিছুই ছিল না। যার জেরে শুরু হয় পারিবারিক অশান্তি। আর, তার ফলেই নাকি দ্বিতীয় স্ত্রী এবং তাঁর পরিবারের সদস্যদের হাতে খুন হতে হয় বীরভূমের রামপুরহাট পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ভগীরথ দাসকে। রামপুরহাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

ভগীরথের ভাই গঙ্গাধর দাস সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জানিয়েছেন, কাউন্সিলরের পদ হারানোর ফলেই তাঁর দাদার সংসারে অশান্তি শুরু হয়! গঙ্গাধরের দাবি, ইদানীং তাঁর দাদা কোনও রোজগার করতেন না। তাহলে কি আগে ভালো রোজগার করতেন? সরাসরি এ নিয়ে কোনও মন্তব্য না করলেও গঙ্গাধর জানান, আগে যেহেতু তাঁর দাদা এলাকার কাউন্সিলর ছিলেন, তাই সংসারেও কোনও সমস্যা ছিল না। প্রসঙ্গত, ২০১৫ সালের পুরনির্বাচনে বিজেপির টিকিটে রামপুরহাট পুরসভার ১৮ নম্বর ওয়ার্ড থেকে ভোটে লড়ে জয়ী হয়েছিলেন ভগীরথ। পরবর্তীতে তৃণমূলে নাম লেখালেও আর কাউন্সিলর হতে পারেননি। এদিকে, নির্বাচিত জনপ্রতিনিধির পদ হারানোর পর থেকেই ভগীরথের সংসারে আর্থিক অনটন শুরু হয়। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে নিত্য ঝামেলাও চলতে থাকে। তারই নাকি চূড়ান্ত পরিণতি ঘটে সোমবার রাতে!

গঙ্গাধর জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই মনসা পুজো নিয়ে ব্যস্ত ছিলেন ভগীরথ। সোমবার ছিল পুজোর মণ্ডপ খোলার দিন। ভগীরথ সেই কাজ করছিলেন। তারই মাঝে ভগীরথের দ্বিতীয় স্ত্রী তাঁর আত্মীয়দের সঙ্গে তারাপীঠ বেড়াতে চলে যান। বিকেলে বাড়ি ফিরে ভগীরথ দেখেন, ফটকে তালা। ফলে সেই সময় বাড়িতে ঢুকতে পারেননি তিনি। পরে স্ত্রী বাড়ি ফিরলে এ নিয়ে দম্পতির মধ্যে ঝামেলা হয়। এর কিছুক্ষণ পর গঙ্গাধর জানতে পারেন, তাঁর দাদা ঘরের ভিতর অচেতন অবস্থায় পড়ে রয়েছেন! আত্মীয় ও প্রতিবেশীদের সাহায্যে ভগীরথকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান গঙ্গাধর। সেখানেই চিকিৎসকরা ওই প্রাক্তন বিজেপি কাউন্সিলর তথা হালের তৃণমূল নেতাকে মৃত বলে ঘোষণা করেন।

পরে ভগীরথের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। সেই রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। যদিও মৃতের পরিবারের সদস্যদের দাবি, ভগীরথের দ্বিতীয় স্ত্রীই তাঁর পরিজনদের সাহায্যে শ্বাসরোধ করে ভগীরথকে খুন করেছেন। এদিকে, ঘটনার পর ভগীরথের দ্বিতীয় স্ত্রীর এক আত্মীয়াকে আটক করে রীতিমতো তাঁকে জেরা শুরু করেন ভগীরথের প্রতিবেশী ও আত্মীয়রা। যদিও, সেই তরুণীর দাবি, তিনি কাউকে খুন করতে দেখেননি।

বাংলার মুখ খবর

Latest News

‘ও আমার কাছে মেয়ের মতো, কিংবা তার থেকেও বেশি’, কার কথা বললেন রুক্মিণী? স্বামীকে খুন করে পালাল স্ত্রী, ২ দিন মৃতদেহের সঙ্গে ঘর পাহারা দিল পোষ্য কুকুর ঘণ্টাখানেক আগেও ছিলেন বিজেপির প্রচারে, সটান হাজির রাহুলের মঞ্চে প্রাক্তন এমপি নবরাত্রির প্রথম দিন আজ, পুজো হয় দেবী শৈলপুত্রীর বাবর আজমের পদত্যাগের পরেই হঠাৎ করে অবসর ঘোষণা করলেন পাকিস্তানের ৩১ বছরের স্পিনার শনির রাহুর নক্ষত্রে গমন! অর্থ সম্পদ নাকি অশনিসংকেত, কীসের দিচ্ছে ইঙ্গিত জেনে নিন ভর্তি হতে পারছেন না রোগীরা, চিন্তায় দেবাংশু!'সিনিয়ররা কোথায়?' প্রশ্ন নেটিজেনের ‘ট্রোলের জন্য তৈরি…', বিচারের আগ আন্দোলনের মুখ লগ্নজিতা পুজোয় USA যাচ্ছেন, কেন? BJP, CPIM নয়, TMC বিধায়কের বিরুদ্ধে ‘চোর’ ‘গদ্দার’ স্লোগান উঠল TMCরই মিছিল থেকে ১ বা ২ না,১৬টি বনেদি পুজো নিয়ে মুর্শিদাবাদের এই গ্রাম হয়ে উঠেছে ‘দুর্গা গ্রাম’

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.