দুষ্কৃতীদের নিশানায় ফের তৃণমূল নেতা। একেবারে সিনেমার দৃশ্যের মতো লোডশেডিংয়ের সুযোগে তৃণমূল নেতা সেলিমকে লক্ষ্য করে পরপর গুলি ও বোমা ছুড়ল দুষ্কৃতীরা। মুহূর্তে চারদিক ধোঁয়ায় ঢেকে যায়, আতঙ্কে চিৎকার শুরু হয় এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে। গুরুতর জখম অবস্থায় সেলিমকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: কোন্নগরে TMC নেতা খুনে গ্রেফতার ‘বাম আমলের ত্রাস’ কুখ্যাত গ্যাংস্টার বাঘা
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা নাগাদ কুলতলির এক দোকানে বসে চা খাচ্ছিলেন তৃণমূল নেতা সেলিম। হঠাৎই গোটা এলাকায় বিদ্যুৎ চলে যায়। অন্ধকার নামতেই কয়েকজন দুষ্কৃতী আচমকা সেখানে হামলা চালায়। মুহূর্তের মধ্যেই একের পর এক গুলি ছোড়া হয়, সঙ্গে ফাটানো হয় বোমাও। স্থানীয়রা আতঙ্কে দৌড়োদৌড়ি শুরু করে দেয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলাকারীদের গুলিতে ও বোমার আঘাতে সেলিমের বুক ও পিঠে গুরুতর চোট লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। পুরো এলাকা ঘিরে ফেলা হয় এবং শুরু হয় তদন্ত।
পুলিশের প্রাথমিক অনুমান, এটি একেবারে পরিকল্পিত হামলা। একাধিক দুষ্কৃতী এতে জড়িত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ব্যক্তিগত শত্রুতা নাকি রাজনৈতিক প্রতিহিংসাই এই ঘটনার নেপথ্যে তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। আক্রান্ত নেতা সেলিমের বয়ান রেকর্ড করা হচ্ছে, পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদও চলছে। ঘটনার পর থেকে কুলতলি ও সংলগ্ন এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়দের অনেকেই জানিয়েছেন, ব্যস্ত বাজার এলাকায় সন্ধ্যার সময় এমন ভয়াবহ হামলা আগে কখনও দেখা যায়নি। পুলিশ আশ্বাস দিয়েছে, দুষ্কৃতীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার করা হবে। বর্তমানে গোটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ।