এবার বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন বাঁকুড়ার তৃণমূল কংগ্রেস নেত্রী সুজাতা মণ্ডল। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা। এখন তাঁর সঙ্গে ডিভোর্স (বিবাহবিচ্ছেদ) মামলা চলছে। আজ, শুক্রবার বাঁকুড়া জেলা আদালতে হাজিরা দিতে এসেছিলেন সুজাতা মণ্ডল। সেখানেই সৌমিত্রের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য সামনে এনেছেন তিনি। রীতিমতো পরকীয়ার অভিযোগ তুলেছেন সুজাতা।
ঠিক কী বললেন সুজাতা মণ্ডল? এদিন সুজাতা পরকীয়ার অভিযোগ তুলেছেন সৌমিত্রের বিরুদ্ধে। যা নিয়ে এখন শোরগোল পড়ে গিয়েছে রাজ্য–রাজনীতিতে। সুজাতা বলেন, ‘আমি থাকতে আমার স্বামী (সৌমিত্র খাঁ) অন্য এক মহিলাকে নিয়ে ঘর–সংসার শুরু করেছিল। বিবাহবিচ্ছেদ হওয়ার আগে কি করে ওর পেজে লিখে রাখেন, ডিভোর্স!’ আজ আইনজীবীকে সঙ্গে নিয়ে আদালতে আসেন সৌমিত্র পত্নী সুজাতা মণ্ডল। আর তারপরই এমন দাবি করেছেন তিনি।
আর কী বলেছেন তিনি? আজ, শুক্রবার আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের উদ্দেশে করজোড় করে সত্য প্রকাশের আবেদন করেন। আর বলেন, ‘যা সত্য তাই প্রকাশ করুন। এক বর্ণ এদিক–ওদিক করবেন না। দরকারে প্রকাশের দরকার নেই। বিজেপির শিলিগুড়ির জেলা সভাপতির স্ত্রীর সঙ্গে আমার স্বামীর সম্পর্ক রয়েছে। সৌমিত্রর পরিবারের বহু অত্যাচার সহ্য করেছি। অকথ্য নির্যাতন শুরু হয়েছিল। আমি যাকে আমার জীবন ভেবেছিলাম, তিনি আমার জীবনটাকে বিষিয়ে দিয়েছিলেন। এর বিচার ভগবান করবেন। তবু বলব, উনি ভাল থাকুন। যে দিন দল ছেড়েছিলাম, সেদিন অনেকেই ভুল বুঝেছিলেন। আমি মুখ বুঝে সহ্য করে গেছি। আমি বুঝতে পেরেছিলাম, আমাকে বাঁচতে হবে।’
এখন পরিস্থিতি ঠিক কী? ২০২০ সালের ২১ ডিসেম্বর কলকাতায় কুণাল ঘোষ, সৌগত রায়দের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন সৌমিত্রর স্ত্রী সুজাতা মণ্ডল। তখন থেকেই দু’পক্ষের সম্পর্কের অবনতি শুরু হয়। ২০২২ সালের জানুয়ারি মাসে বিবাহবিচ্ছেদের মামলাও দায়ের করেছিলেন সৌমিত্র খাঁ। অবশেষে সেই পথে হাঁটেন সুজাতা। আর আজ সৌমিত্র খাঁ বলেন, ‘জীবন থেমে থাকে না। কে কি বললো তাতে কিছুই যায় আসে না। মানূষের জন্য কাজ করাই উদ্দেশ্য।’ আগামী মঙ্গলবার অথবা বুধবারের মধ্যে সৌমিত্র–সুজাতার বিবাহবিচ্ছেদ মামলার নিস্পত্তি হতে পারে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup