বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ‘‌নিজের জেদকে কার্যকর করেছেন উপাচার্য’‌, বসন্ত উৎসব বন্ধ নিয়ে তোপ শোভনদেবের

‘‌নিজের জেদকে কার্যকর করেছেন উপাচার্য’‌, বসন্ত উৎসব বন্ধ নিয়ে তোপ শোভনদেবের

শোভনদেব চট্টোপাধ্যায় (ছবি, সৌজন্য ফেসবুক)

এই পরিস্থিতি নিয়েই এবার উপাচার্যের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

রঙের উৎসবের দিন বসন্ত উৎসব হয়নি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। তাই এখানের পড়ুয়ারাই নিজেদের মতো করে তা পালন করে। আর স্লোগান তোলেন, উপাচার্য হঠাও। দীর্ঘদিনের রীতি ভেঙে গিয়েছে এখানে। এবার বিশ্বভারতীতে বন্ধ বসন্ত উৎসব। এই পরিস্থিতি নিয়েই এবার উপাচার্যের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

আজ, শনিবার তারাপীঠে পুজো দিতে আসেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। দোলের সময় মন্ত্রী এখানে এসে জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পছন্দ করেন না দোলের সময় জনপ্রতিনিধি অন্যত্র যান। তবে তাঁর কাছ থেকে অনুমতি নিয়ে তারাপীঠে এসেছেন তিনি। আবার এখানে আসার ইচ্ছাপ্রকাশ করেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ।

ঠিক কী বলেছেন কৃষিমন্ত্রী?‌ এখানে এসেই মন্ত্রী শুনতে পান বিশ্বভারতীতে বন্ধ রয়েছে বসন্ত উৎসব। তাতেই প্রচণ্ড চটে গিয়ে মন্ত্রী বলেন, ‘‌তারাপীঠে আসার পরই শুনলাম বিশ্বভারতীতে বন্ধ রয়েছে বসন্ত উৎসব। আমি শুনলাম উপাচার্য বীরভূমের বাসিন্দা। বীরভূমের মানুষ হয়ে বীরভূম তথা গোটা বাংলার ঐতিহ্য, আকর্ষণকে বন্ধ করে দিয়ে নিজের জেদকে কার্যকর করেছেন তিনি। পাশাপাশি হাজার হাজার মানুষের জীবিকা বন্ধ করে দিয়েছেন। যা অত্যন্ত দুর্ভাগ্যের।’‌

উল্লেখ্য, বসন্ত পঞ্চমীর দিন ১৯০৭ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট ছেলে শমীন্দ্রনাথ ঠাকুর ঋতু উৎসবের সূচনা করেছিলেন। সেই থেকে এখানে বসন্ত উৎসব হয়ে আসছে। মাঝে দুটো বছর করোনাভাইরাসের জন্য এটা বন্ধ ছিল। আর এবার যখন সংক্রমণ নিয়ন্ত্রণে তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমতি দেয়নি বসন্ত উৎসবের। আর তাতেই চটেছেন শোভনদেব চট্টোপাধ্যায়।

বাংলার মুখ খবর

Latest News

মাতাল হয়ে দিল্লির ফ্লাইট চালিয়ে বরখাস্ত হলেন এয়ার ইন্ডিয়ার পাইলট KKR-এর ডাগআউটে গম্ভীরকে দেখেই জ্বলে উঠতে পারেন কোহলি, ধারণা প্রাক্তন তারকার বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারাব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ NDA-তে যোগের ৮ মাসে প্রফুলকে ক্লিনচিট CBI-এর, 'ওয়াশিং মেশিনে ধোলাই', খোঁচা TMC-র ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.